আজ কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা

আজ কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা

২০২৪-২৫ শিক্ষাবর্ষের কৃষিভিত্তিক উচ্চশিক্ষায় ভর্তির অন্যতম প্রতিযোগিতাপূর্ণ ধাপ আজ সম্পন্ন হতে যাচ্ছে। আজ শনিবার বিকেল ৩টায় শুরু হবে কৃষি গুচ্ছভুক্ত দেশের ৯টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, যা একযোগে ৯টি কেন্দ্রে পরিচালিত হবে।

প্রতিযোগিতার মাত্রা এবার যথেষ্ট উঁচু। ৩ হাজার ৮৬৩টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৯৪ হাজার ৩৬টি, অর্থাৎ প্রতি আসনের জন্য গড়ে ২৫ জন পরীক্ষার্থীর লড়াই।

ভর্তি পরীক্ষার কেন্দ্রসমূহ:

  1. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ময়মনসিংহ

  2. গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

  3. শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা

  4. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

  5. চট্টগ্রাম ভেটেনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়

  6. সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

  7. খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়

  8. হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়

  9. কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

এই গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য কর্তৃপক্ষ বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা হলো—যে কেন্দ্র নির্বাচন করে আবেদনকারী ফরম পূরণ করেছেন, তাকে সেই কেন্দ্রে পরীক্ষা দিতে হবে। অন্য কেন্দ্রে উপস্থিত হলে তার পরীক্ষা গ্রহণ করা হবে না।

এই বিষয়ে কৃষি গুচ্ছের ভর্তিবিষয়ক অফিসিয়াল ওয়েবসাইটে বিশেষ সতর্কতা প্রকাশ করা হয়েছে।

শিক্ষার্থীদের অনুরোধ করা হয়েছে, তারা যেন সময়মতো কেন্দ্রে পৌঁছান এবং নিজ নিজ প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখেন।

সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রাখা হয়েছে।
পরীক্ষা শেষে উত্তরপত্র যাচাই শেষে নির্দিষ্ট ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে গুচ্ছ কমিটি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ