কাল প্রধান উপদেষ্টার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বিএনপি

নির্বাচনকালীন প্রশাসনের অধীনে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে আগামীকাল (১৬ এপ্রিল) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে চূড়ান্ত বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি। এ বৈঠককে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে, কারণ এটি হতে যাচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য রোডম্যাপ দাবির ওপর কেন্দ্রীয় আলোচনার অংশ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, “আমরা চাই প্রধান উপদেষ্টা একটি স্পষ্ট রোডম্যাপ সামনে আনুন—নির্বাচন ডিসেম্বরের আগে হবে, তা নিশ্চিত করুন। এটাই বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে জরুরি।”

তিনি আরও বলেন, “দেশের মানুষ চায় স্থিতিশীলতা। কেউ চায় না অনিশ্চয়তা। আর সেই অনিশ্চয়তা কেটে যাবে যদি সরকার সময়োপযোগীভাবে সুষ্ঠু নির্বাচনের পথনির্দেশনা দেয়।”

সালাহউদ্দিন জানান, বিএনপি ইতোমধ্যে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেছে এবং কমিশন জানিয়েছে, তারা জুনের মধ্যেই নির্বাচন আয়োজনের যাবতীয় প্রস্তুতি শেষ করতে পারবে। “তাই আমরা মনে করি, ডিসেম্বরের আগে একটি অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব এবং এ নিয়ে আর দেরি করার সুযোগ নেই,” বলেন তিনি।

অন্যদিকে, ড. ইউনূস এর আগেও বিএনপিকে মৌখিকভাবে আশ্বস্ত করেছেন যে, নির্বাচনকালীন প্রশাসনের অধীনে নিরপেক্ষ ও অবাধ নির্বাচন আয়োজনে সরকার সচেষ্ট এবং ডিসেম্বরের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তার দফতর প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

বিএনপি মনে করছে, এখন সময় এসেছে এই মৌখিক আশ্বাসকে রূপ দিতে লিখিত রোডম্যাপে এবং জনগণের সামনে তা উন্মোচন করার। সালাহউদ্দিন বলেন, “এই বৈঠক শুধু বিএনপি নয়, গোটা জাতির জন্য গুরুত্বপূর্ণ। আমরা চাই অচলাবস্থার অবসান হোক এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকনির্দেশনা আসুক।”

এই বৈঠকের ফলাফল রাজনৈতিক পরিমণ্ডলে ব্যাপক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ, এর ভিত্তিতেই আগামী নির্বাচন প্রক্রিয়া এগোবে কি না, তা নির্ভর করছে। রাজনৈতিক অচলাবস্থার মধ্যে এটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ