শাহরুখ খানের ভক্তরা শুধু তার সিনেমা নয়, তার বাসস্থান ‘মান্নাত’ নিয়েও সমান আগ্রহী। মুম্বাইয়ের ব্যান্ড্রার উপকূলে অবস্থিত তার এই সমুদ্রবিলাস ভবন শুধু একটি বাড়ি নয়, বরং বলিউডে এক প্রতীক। প্রতিদিন শত শত মানুষ শুধু এক ঝলক মান্নাত দেখার জন্য ভিড় জমায়। কিন্তু সম্প্রতি এই বাড়ির দরজায় তালা পড়েছে—অবশ্যই অস্থায়ীভাবে।
তথ্য অনুযায়ী, খান পরিবার সাময়িকভাবে মুম্বাইয়ের অভিজাত এলাকা পালি হিলের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে গিয়ে উঠেছে। কারণ, মান্নাতের ভেতরের ইন্টেরিয়র সম্পূর্ণভাবে বদলে ফেলার কাজ শুরু হয়েছে। বাড়ির অন্দরসজ্জা আধুনিক ও নব্য আঙ্গিকে ঢেলে সাজানো হবে বলে জানা গেছে। এর জন্যই খান পরিবার ভাড়া নিয়েছেন নতুন ঠিকানা, যার ভাড়া নাকি বিশাল অঙ্কের।
শাহরুখ খান সবসময় তার বাড়ির সৌন্দর্য ও আবহ নিয়ে অত্যন্ত সচেতন। ২০০১ সালে গৌরী খানের রুচিসম্পন্ন ডিজাইনে পুরনো বাড়িটিকে ‘মান্নাত’-এ রূপান্তরিত করেছিলেন তিনি। এবার সেই বাড়ির অভ্যন্তরে আরও আধুনিকতা ও আর্ট ফিউশন যুক্ত করা হচ্ছে। ডিজাইন ও রেনোভেশনের দায়িত্ব এইবারেও গৌরী খানের ইনটেরিয়র ডিজাইন স্টুডিও’র অধীনে করা হচ্ছে।
জানা গেছে, এই কাজ কয়েক মাস ধরে চলবে এবং পুরো পরিবার এই সময়টায় পালি হিলের অস্থায়ী বাসভবনে থাকবেন। ভক্তদের জন্য এটি কিছুটা দুঃখজনক খবর, কারণ এই সময়টায় মান্নাতের বাইরে অপেক্ষা করলেও হয়তো তারকার দর্শন মিলবে না।
তবে অনেকেই বলছেন, পরিবর্তনের এই ধারা শাহরুখ খানের ক্যারিয়ারের ধারাবাহিকতাকেই প্রতিফলিত করে। তিনি যেমন সিনেমায় প্রতিনিয়ত নতুনত্ব আনেন, তেমনি নিজের জীবনের পরিকাঠামোতেও। মান্নাতের এই রূপান্তরের পর সেটি আরও বেশি জাঁকজমকপূর্ণ, আরও বেশি ‘আইকনিক’ হয়ে উঠবে বলেই ধারণা করা হচ্ছে।
শুধু তাই নয়, বাড়ির বাইরে থেকে পর্যটকদের জন্যও এটি হতে পারে নতুন এক চমক, কারণ বহুসময় ধরে মান্নাত শুধু বাসস্থান নয়—শাহরুখ ব্র্যান্ডেরই অংশ হয়ে উঠেছে।