রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেওয়া বাংলাদেশি ইয়াসিন নিহত; ময়মনসিংহে শোকের মাতম

রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেওয়া বাংলাদেশি ইয়াসিন নিহত; ময়মনসিংহে শোকের মাতম

ময়মনসিংহের গৌরীপুরের মরিচালি গ্রামের যুবক ইয়াসিন মিয়া শেখ (২২) রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন যুদ্ধের জন্য। তিনি গত বছর কোম্পানি ভিসায় রাশিয়ায় গিয়েছিলেন, কিন্তু কাজের অবস্থা খারাপ দেখে রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দেন। শর্ত ছিল, ইউক্রেনের সম্মুখসারিতে অংশগ্রহণ করবেন।

তার পরিবার জানিয়েছে, ইয়াসিন রাশিয়া যাওয়ার পর নিয়মিত যোগাযোগ রাখতেন। তবে ঈদের আগের দিন থেকে তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং এর কিছুদিন পরেই খবর আসে যে, তিনি ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছেন। ইয়াসিনের মামা আবুল হাসিম জানিয়েছেন, রাশিয়ায় তার প্রতিবেশীরা ফোন করে জানিয়েছিলেন যে, যুদ্ধের পর থেকে তার কোনও খোঁজ নেই।

ইয়াসিনের বন্ধু মো. আরিফ বলেন, “তিনি নিয়মিত ফেসবুকে যুদ্ধের ছবি ও ভিডিও শেয়ার করতেন। কিন্তু ঈদের পর থেকে তার কোন খবর পাচ্ছি না।” তিনি আরও বলেন, “এখন আমরা জানি, তিনি যুদ্ধে মারা গেছেন।”

এদিকে, ইয়াসিনের মা ফিরোজা খাতুন বারবার মূর্ছা যাচ্ছেন। স্বজনরা তাকে সান্ত্বনা দেয়ার চেষ্টা করছেন। ফিরোজা খাতুন বলছেন, “ছেলে বিদেশে গিয়ে কোনো টাকা পাঠায়নি, আমাদের খুব কষ্ট হচ্ছে। সে বলেছিল, কিছু টাকা পাঠাবে, কিন্তু আর তা হয়নি।” তিনি সরকারের কাছে আবেদন জানিয়েছেন, ইয়াসিনের মৃতদেহ যেন দেশে ফিরে আসে এবং তাকে দেশের মাটিতে সমাহিত করা হয়।

এ ঘটনা গ্রামে গভীর শোকের সৃষ্টি করেছে এবং পরিবারের সদস্যরা আশা করছেন, সরকারের সহায়তায় দ্রুত ইয়াসিনের মৃতদেহ দেশে ফিরিয়ে আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ