রাজধানী ঢাকা এখনও পুরোদমে ব্যস্ত হয়ে ওঠেনি। ঈদুল ফিতরের চতুর্থ দিনেও বেশিরভাগ সড়ক ছিল ফাঁকা। কর্মজীবীরা ধীরে ধীরে ফিরতে শুরু করলেও গণপরিবহনে এখনো তেমন চাপ পড়েনি।
বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বাসস্ট্যান্ডে গণপরিবহন দাঁড়িয়ে থাকলেও যাত্রী সংখ্যা কম। অধিকাংশ বাসেই অনেক সিট ফাঁকা ছিল। এতে পরিবহন শ্রমিকরা হতাশা প্রকাশ করেছেন। তারা বলছেন, এবারের ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় বেশিরভাগ মানুষ গ্রামে অবস্থান করছেন, ফলে যাত্রী সংকট দেখা দিয়েছে।
এদিকে, যারা আগেভাগে ঢাকায় ফিরেছেন, তারা যানজটমুক্ত নগরীর সুবিধা উপভোগ করছেন। কেরানীগঞ্জ থেকে কুড়িল বিশ্বরোডে আসা ইয়াসিন রহমান বলেন, “সাধারণত এই পথ পাড়ি দিতে দুই ঘণ্টার বেশি সময় লাগে, কিন্তু আজ মাত্র ৪০ মিনিটে পৌঁছে গেছি। ঢাকার রাস্তাগুলো এত ফাঁকা যে অবিশ্বাস্য মনে হচ্ছে।”
এছাড়া, ঢাকায় ঈদ কাটানো অনেকে পরিবারের সঙ্গে নগরীর ফাঁকা সড়কে ঘুরতে বের হয়েছেন। যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা আরিফুল ইসলাম বলেন, “এবার ঈদে ঢাকায় থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। ভাবতেই পারিনি ঢাকার সড়ক এত ফাঁকা হবে। পরিবারের সঙ্গে নিরিবিলি পরিবেশ উপভোগ করছি।”
নগরজীবনে এমন দৃশ্য বিরল হলেও, এটি একদিকে যেমন নগরবাসীর জন্য স্বস্তির, তেমনি পরিবহন শ্রমিকদের জন্য আর্থিক সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে ঈদের ছুটি শেষে ধীরে ধীরে কর্মজীবীরা ফিরতে শুরু করায় আগামী কয়েক দিনের মধ্যেই ঢাকার স্বাভাবিক কর্মব্যস্ততা ফিরে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।