মার্কিন শুল্ক ইস্যু: সন্ধ্যায় জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা

মার্কিন শুল্ক ইস্যু: সন্ধ্যায় জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কবৃদ্ধির ঘোষণার প্রেক্ষিতে জরুরি বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সভায় সরকারের শীর্ষ কর্মকর্তা, উপদেষ্টা এবং অর্থনীতি ও বাণিজ্য বিষয়ক বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন। মূল আলোচ্য বিষয় হবে—যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যে শুল্কহার ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩৭ শতাংশ করায় সম্ভাব্য প্রভাব এবং তা মোকাবেলায় করণীয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, হঠাৎ করে এই শুল্কবৃদ্ধি বাংলাদেশের রপ্তানি খাতে বড় ধাক্কা দিতে পারে। বিশেষ করে পোশাক, চামড়া, ও প্লাস্টিক পণ্যের ওপর এই অতিরিক্ত শুল্ক আরোপ বাজার হারানোর ঝুঁকি তৈরি করেছে।

বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি সামাল দিতে কূটনৈতিক ও অর্থনৈতিক কৌশলের সমন্বয় জরুরি। আজকের বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার রূপরেখা, বিকল্প বাজার খোঁজা, এবং ব্যবসায়ী সংগঠনগুলোর করণীয় নির্ধারণ হতে পারে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ