ঈদ উৎসবের ভিন্ন চিত্র: বিএনপির উচ্ছ্বাস, আওয়ামী লীগে শঙ্কা

চট্টগ্রামে ঈদ উৎসবের ভিন্ন চিত্র, বিএনপির উচ্ছ্বাস, আওয়ামী লীগে শঙ্কা

চট্টগ্রামে এবারের ঈদ উৎসব দুই শিবিরে দুই রকম অনুভূতি নিয়ে এসেছে। দীর্ঘ ১৬ বছর ধরে রাজনৈতিক প্রতিকূলতায় থাকা বিএনপির নেতাকর্মীরা এবার শঙ্কাহীনভাবে ঈদ উদযাপন করেছেন। তারা বিভিন্ন এলাকায় গণসংযোগ, মেজবান এবং শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দিয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর আয়োজিত মেজবানে প্রায় ২০ হাজার মানুষের সমাগম ঘটে। এছাড়া, চট্টগ্রামের অন্যান্য মনোনয়নপ্রত্যাশী ও সিনিয়র নেতারা নিজ নিজ এলাকায় কর্মীদের নিয়ে ঈদ উৎসব পালন করেছেন।

অন্যদিকে, আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ছিল নিরবতা ও আতঙ্ক। ৫ আগস্টের পর আত্মগোপনে থাকা বেশিরভাগ এমপি-মন্ত্রী এলাকায় ফেরেননি। ফলে এবারের ঈদে তাদের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন দেখা যায়নি।

জেলা আওয়ামী লীগের এক নেতা জানান, ‘এতদিন আমরা যেভাবে নেতাদের পাশে থেকেছি, এবার তাদের অনেকেই আমাদের পাশে নেই।’ অন্যদিকে, বিএনপির নেতারা বলছেন, ‘এবারের ঈদ আমাদের জন্য আশার বাতিঘর, কারণ আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের পথে আছি।’

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ঈদের এই চিত্র চট্টগ্রামের রাজনীতির ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও জামায়াতের তৎপরতা এবং আওয়ামী লীগের দুর্বলতা রাজনৈতিক সমীকরণকে নতুনভাবে সাজাতে পারে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ