চীনের পালটা শুল্কারোপ, মার্কিন শেয়ারবাজারে ভয়াবহ ধস

চীনের পালটা শুল্কারোপ, মার্কিন শেয়ারবাজারে ভয়াবহ ধস

চীনের পালটা শুল্কারোপের জেরে মার্কিন শেয়ারবাজারে শুক্রবার রেকর্ড পরিমাণ ধস নেমেছে। গত কয়েক মাসে বাজারে এমন বিশৃঙ্খলা দেখা যায়নি। বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ এবং অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে, কারণ যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ এখন স্পষ্টতই এক নতুন ও ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে।

এসঅ্যান্ডপি ৫০০ সূচক ৬ শতাংশ, নাসডাক কমেছে ৫.৮ শতাংশ এবং ডাও জোন্স সূচক ৫.৫ শতাংশ হ্রাস পেয়েছে বলে এনবিসি নিউজ নিশ্চিত করেছে। ছোট ও মাঝারি প্রতিষ্ঠানের শেয়ারের সূচক রাসেল ২০০০-ও কমেছে ৪ শতাংশ। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, এটি কোভিড-১৯ মহামারির পর শেয়ারবাজারের সবচেয়ে খারাপ পারফরম্যান্স।

বাজার বিশ্লেষক রবার্ট হ্যামিলটন জানান, “এই ধস শুধু একদিনের নয়— এটি একটি গভীর অনিশ্চয়তার প্রতিফলন। বিনিয়োগকারীরা এখন নিরাপদ জায়গা খুঁজছে, আর বাণিজ্যযুদ্ধ পরিস্থিতি তীব্রতর হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।”

চীনের অর্থ মন্ত্রণালয় ঘোষণা করেছে, তারা ১০ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের সব পণ্যের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক আরোপ করবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প চীনা পণ্যের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক ঘোষণা দেন, যার ফলে মোট শুল্ক হার ৫৪ শতাংশে পৌঁছায়। পাল্টা জবাবে চীনও যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ পণ্য, যেমন কয়লা ও এলএনজির ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছে।

বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই বাণিজ্য যুদ্ধ অব্যাহত থাকলে বিশ্ববাজারে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে এবং মার্কিন অর্থনীতির পুনরুদ্ধার প্রক্রিয়া বড় ধাক্কা খাবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ