বিনোদন জগতের দক্ষিণের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন তার ক্যারিয়ারে দর্শকদের অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। যার মাঝে ‘পুষ্পা’ ও ‘পুষ্পা ২’ সিনেমা গোটা উপমহাদেশ কাঁপিয়ে দিয়েছে। পর্দায় মাথা নত না করলেও বাস্তবে এরই মধ্যে ঝুঁকতে হয়েছে অভিনেতাকে।
খবর ছড়িয়ে তার নাম পরিবর্তন নিয়ে, সরগরম হয়ে উঠেছে নেটদুনিয়া। অভিনেতার ভক্তরা মনে করছেন ফিল্ম ক্যারিয়ারে আরও বেশি উন্নতির জন্য এমন সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। কিন্তু আল্লু অর্জুনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।
এর আগে ‘পুষ্পা ২’- সিনেমার প্রিমিয়ার দেখতে গিয়ে ভিড়ের মধ্যে পড়ে এক নারীর মৃত্যু ঘটে। এতে মামলা হয় অভিনেতার নামে। গ্রেফতারও করা হয় তাকে। এক রাত হাজতবাসের পর মেলে মুক্তি। এবার শোনা যাচ্ছে জ্যোতিষীর পরামর্শে নাকি নাম পরিবর্তন করছেন দক্ষিণী সুপারস্টার।
বলিউড কিংবা দক্ষিণী সিনেমার অনেক তারকাই জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস করেন। তাদের মধ্যে অনেকে আবার ‘নিউমেরোলজি’ মেনে নামও বদলে ফেলেন। নাম পরিবর্তন চলচ্চিত্র নির্মাতাদের কাছে এক ধরনের বিশ্বাস, নতুন কিছু নয়। বলিউড থেকে হলিউড পর্যন্ত অনেক তারকা সংখ্যাতত্ত্ব অনুসারে তাদের নাম পরিবর্তন করেছেন। আয়ুষ্মান খুরানা ও রাজকুমার রাওয়ের মতো ব্যক্তিরা তাদের নাম পরিবর্তন করার পর ক্যারিয়ারে সাফল্য এসেছে বলেও অনেকেই মনে করেন।
সম্প্রতি একটি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আল্লু অর্জুন তার নামের সঙ্গে দুটি অতিরিক্ত ‘U’ অক্ষর এবং দুটি ‘N’ অক্ষর যুক্ত করার কথা ভাবছেন।
‘পুষ্প ৩: দ্য র্যাম্পেজ’ সিনেমা নিয়ে দর্শকমহলে ব্যাপক প্রত্যাশা রয়েছে। প্রযোজক রবি শঙ্কর ইয়েলামঞ্চিলি ইতোমধ্যে নিশ্চিত করেছেন সুকুমার পরিচালিত ক্রাইম অ্যাকশন থ্রিলার সিনেমাটি ২০২৮ সালে মুক্তি পাবে। গত দুই পর্বের মতো এবারও জুটি বেঁধে অভিনয় করবেন আল্লু অর্জুন ও অভিনেত্রী রাশমিকা মান্দানা।