‘সহযোগিতার সময় এখন, নয় উত্তেজনার’—বাণিজ্য নিয়ে জাতিসংঘ

‘সহযোগিতার সময় এখন, নয় উত্তেজনার’—বাণিজ্য নিয়ে জাতিসংঘ

বৈশ্বিক বাণিজ্যে উত্তেজনা বাড়ায় উদ্বেগ জানিয়ে আঙ্কটাড বলেছে, এখন সময় সহযোগিতা ও সংহতির, না যে আরও দ্বন্দ্ব বাড়ানোর।

সংস্থার মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান বলেন, “বাণিজ্য-নীতির প্রতিক্রিয়ায় যদি অস্থিরতা বাড়ে, তার সরাসরি প্রভাব পড়বে উন্নয়নশীল দেশ ও প্রান্তিক জনগোষ্ঠীর ওপর।”

তিনি আরও বলেন, “বাণিজ্য নীতির নিয়মগুলোকে এমনভাবে বিকশিত করতে হবে, যাতে সবচেয়ে ঝুঁকিপূর্ণদের সুরক্ষা দেওয়া যায়। বিশ্বব্যাপী সমতা নিশ্চিত করতে এই মুহূর্তে কৌশলী ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”

ট্রাম্পের শুল্ক নীতির জেরে আন্তর্জাতিক বাণিজ্যে বৃহৎ অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা দরিদ্র দেশগুলোর জন্য বাড়তি চাপ হয়ে দাঁড়াতে পারে বলে মত বিশেষজ্ঞদের।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ