বাংলাদেশে একটি অত্যাধুনিক স্পেশালাইজড হাসপাতাল নির্মাণে এগিয়ে আসছে চীন। প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, প্রায় দুই হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই হাসপাতালের জন্য জায়গা খোঁজা হচ্ছে। জায়গা বরাদ্দ হয়ে গেলে চীন অবিলম্বে কাজ শুরু করবে, এমন আশ্বাস দিয়েছে বেইজিং।
প্রেসসচিব জানান, বাংলাদেশে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হবে। “চীনের স্বাস্থ্যসেবা মানের দিক দিয়ে এই অঞ্চলের যেকোনো দেশের চেয়ে এগিয়ে। শুধু তাই নয়, খরচের দিক থেকেও অনেক বেশি সাশ্রয়ী,” বলেন শফিকুল আলম।
প্রধান উপদেষ্টার অনুরোধে চীনা কর্তৃপক্ষ সম্মত হয়েছে, বাংলাদেশিদের চিকিৎসা ব্যয় হবে তাদের নিজস্ব নাগরিকদের সমপরিমাণ। এটি বাস্তবায়িত হলে বাংলাদেশের রোগীরা উন্নত চিকিৎসা পাবেন অনেক কম খরচে।
চীনের কুনমিংয়ে অবস্থিত চার হাজার বেডের ফার্স্ট পিপলস হাসপাতালে বাংলাদেশিদের জন্য একটি সম্পূর্ণ ফ্লোর বরাদ্দ করা হয়েছে। দোভাষী সুবিধাসহ থাকবে আধুনিক চিকিৎসা সেবা। প্রেসসচিব বলেন, “চট্টগ্রাম থেকে দেড় ঘণ্টার ফ্লাইটে ১৫-২০ হাজার টাকায় কুনমিং যাওয়া যায়। এই খরচ আরও কমাতে কাজ চলছে।”
এটি বাস্তবায়িত হলে দেশের স্বাস্থ্য খাতে চীনের এই বিনিয়োগ হবে এক নতুন দিগন্তের সূচনা।