চট্টগ্রামে একই স্থানে টানা ৩ দিন দুর্ঘটনা, আজ প্রাণ গেল ৭ জনের

চট্টগ্রামে একই স্থানে টানা ৩ দিন দুর্ঘটনা, আজ প্রাণ গেল ৭ জনের

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে টানা তিন দিনে একের পর এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, যার ফলে সাতজন নিহত হয়েছেন। বুধবার (২ এপ্রিল) সকালে, চুনতি জাঙ্গালিয়া এলাকায় যাত্রীবাহী পরিবহন ও মাইক্রোবাসের মধ্যে এক মারাত্মক সংঘর্ষে সাতজনের প্রাণ যায়।

গত তিন দিনে ঘটেছে তিনটি দুর্ঘটনা

এই দুর্ঘটনা ছিল গত তিন দিনে ঘটিত তৃতীয় দুর্ঘটনা। এর আগে ঈদের দিন সোমবার একই স্থানে দুইটি বাসের মধ্যে সংঘর্ষে পাঁচজন নিহত হন। মঙ্গলবার একই স্থানে দুটি মাইক্রোবাস খাদে পড়ে আটজন আহত হন।

পুলিশ ও উদ্ধারকারী দল নিয়োজিত

লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান জানান, দুর্ঘটনার পর পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনাগ্রস্ত এলাকা থেকে উদ্ধার কাজ চলতে থাকার কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

এলাকাবাসী দাবি করেছেন যে, মহাসড়কের কিছু অংশে সড়ক দুর্ঘটনার সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে, এবং তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ