নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত সময়সীমার মধ্যে নিবন্ধনের প্রস্তুতি সম্পূর্ণ করতে না পারায় দুই মাস সময় বাড়ানোর জন্য আবেদন করতে যাচ্ছে। দলটির একাধিক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, তারা নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাঠামো ও সাংগঠনিক শর্ত পূরণে ব্যস্ত সময় পার করছেন, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতি শেষ করা সম্ভব হচ্ছে না।
দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, “নিবন্ধন সংক্রান্ত কাজ এগিয়ে নিতে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। এই টিম দ্রুত ইসির সঙ্গে যোগাযোগ করে সময় বাড়ানোর আবেদন জমা দেবে।”
নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপি আত্মপ্রকাশ করে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি। তারা গঠনের পরপরই ইসির গণবিজ্ঞপ্তির মাধ্যমে আহ্বানকৃত নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নিতে আগ্রহ প্রকাশ করে। ইসির দেওয়া ২০ এপ্রিলের ডেডলাইনের মধ্যে ১১টি শর্তপূরণ করে নিবন্ধনের আবেদন করতে হয়।
এনসিপির একাধিক নেতা জানিয়েছেন, তাদের কেন্দ্রীয় কমিটি ইতোমধ্যে কার্যকরভাবে গঠিত হয়েছে। পাশাপাশি উপজেলা পর্যায়ের কমিটিগুলোর কাজ প্রায় সম্পূর্ণ, তবে জেলা পর্যায়ের কাঠামো এখনো চূড়ান্ত হয়নি। বিভাগীয় সমন্বয় টিমের মাধ্যমে প্রতিটি জেলায় দ্রুত কার্যক্রম ছড়িয়ে দেওয়ার কাজ চলমান রয়েছে।
দলীয় সূত্র জানায়, এনসিপি তাদের গঠনতন্ত্রে অংশগ্রহণমূলক গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার, সাম্যবাদী রাষ্ট্র কাঠামো এবং দুর্নীতিমুক্ত প্রশাসনিক ব্যবস্থা গঠনের প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া তারা চায় ক্ষমতার কাঠামো নাগরিকদের কাছাকাছি নিয়ে যেতে এবং রাজনৈতিক সংস্কারে নাগরিক সমাজের অংশগ্রহণ নিশ্চিত করতে।
বর্তমানে এনসিপি বিভিন্ন অঙ্গসংগঠন গঠনের কাজ করছে। চলতি এপ্রিলেই যুবসংগঠনের আত্মপ্রকাশ এবং আগামী মাসে নারী ও প্রতিবন্ধী ফোরাম গঠনের পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে শ্রমিক সংগঠন এবং পেশাজীবীদের সংগঠনের প্রাথমিক কাঠামো দাঁড় করানো হয়েছে।
ইসির গণবিজ্ঞপ্তির বৈধতা নিয়ে ইতিমধ্যে হাইকোর্টে একটি রিট দায়ের হয়েছে। রাষ্ট্র সংস্কার আন্দোলনের দায়ের করা রিটে আদালত রুলসহ একটি সাময়িক স্থগিতাদেশ দিয়েছেন, যদিও তা শুধুমাত্র রিটকারী সংগঠনের ক্ষেত্রে প্রযোজ্য।
বিশ্লেষকদের মতে, এনসিপি যদি সময় পায় এবং শর্তগুলো যথাযথভাবে পূরণ করতে পারে, তাহলে তারা নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকায় যুক্ত হয়ে আগামী নির্বাচনী রাজনীতিতে গুরুত্বপূর্ণ একটি প্লেয়ার হয়ে উঠতে পারে।