দেশের স্বর্ণবাজারে টানা উত্থান অব্যাহত রেখে এবার ছুঁয়েছে ইতিহাসের সর্বোচ্চ শিখর। ২২ ক্যারেটের এক ভরি হলমার্ক সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকা। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পিওর গোল্ড বা তেজাবি সোনার দাম বৃদ্ধি পাওয়ায় নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে, যা আজ শুক্রবার থেকে কার্যকর।
সাথে সাথে ২১ ক্যারেট ও ১৮ ক্যারেটের সোনার দাম যথাক্রমে ১ লাখ ৫১ হাজার ৭৯৫ এবং ১ লাখ ৩০ হাজার ১১২ টাকায় নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৭ হাজার ৩৪৪ টাকায়।
বাজুসের হিসাব অনুযায়ী, একদিনেই ২২ ক্যারেটের প্রতি ভরিতে ২ হাজার ৪০৩ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ২৯৭ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৯৭১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণে ১ হাজার ৬৮০ টাকা মূল্যবৃদ্ধি হয়েছে।
তবে এই মূল্যবৃদ্ধির ঠিক আগের সপ্তাহেই অর্থাৎ ৮ এপ্রিল রাতে বাজুস এক ঘোষণায় বলেছিল, বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা কমায় দেশেও মূল্য কমানো হচ্ছে। তখন প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ২৪৮ টাকা কমিয়ে ১ লাখ ৫৬ হাজার ৬২৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।
মূল্য ওঠানামা সত্ত্বেও বাজার বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক অনিশ্চয়তা, মুদ্রাস্ফীতি ও ভূরাজনৈতিক অস্থিরতা সোনাকে নিরাপদ সম্পদ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাই স্বর্ণে বিনিয়োগ বাড়ছে এবং স্বর্ণের বাজারও সেই চাপেই টিকে আছে।
বিশ্লেষকরা মনে করছেন, সামনের দিনগুলোতে আন্তর্জাতিক পরিস্থিতির ওপর নির্ভর করেই সোনার দামের গতি নির্ধারিত হবে। তবে আপাতত দেশের বাজারে স্বর্ণপ্রেমীদের জন্য এটি এক নতুন বাস্তবতা।