১৭৮ রানে জয়, ইতিহাসে জায়গা করে নিল টাইগ্রেসরা

ব্যাটিংয়ের পর বোলিংয়েও দারুণভাবে থাইল্যান্ডকে চেপে ধরে বাংলাদেশ। ২৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে থাই ব্যাটাররা বাংলাদেশের স্পিন আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি।

মাত্র ২৮.৫ ওভারেই থাইল্যান্ড গুটিয়ে যায় ৯৩ রানে। দুই বোলার—ফাহিমা খাতুন ও জান্নাতুলি ফেরদৌস—নেন পাঁচটি করে উইকেট। এ যেন এক নিখুঁত বোলিং পারফরম্যান্সের প্রদর্শনী।

এই ম্যাচে ১৭৮ রানের জয় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জয় হিসেবে স্থান করে নিয়েছে। এর আগে সর্বোচ্চ জয় ছিল ১৫৪ রানে, ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে।

এমন দাপুটে পারফরম্যান্সে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শক্ত অবস্থান জানান দিলো বাংলাদেশ নারী দল। ব্যাটিং-বোলিং—দুই বিভাগেই এই দল প্রমাণ করেছে, তারা বিশ্বমঞ্চের জন্য প্রস্তুত।

নিগার-শারমিনের ব্যাটিং নৈপুণ্য আর ফাহিমা-জান্নাতুলের বলের ঘূর্ণিতে গড়া এই জয় শুধু বড় নয়, এটি এক ঐতিহাসিক মুহূর্তও বটে বাংলাদেশের নারী ক্রিকেটের জন্য।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ