ফের মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান

ফের মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে চলতি বছর দুই দফায় পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ২০২৪ সালের মে-জুনে পাকিস্তানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। এরপর জুলাই মাসে তিন ম্যাচের আরেকটি সিরিজ হবে ঢাকায়।

বিসিবির এক শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, দুই বোর্ডের আলোচনার ভিত্তিতে দুইটি সিরিজ আয়োজনের ব্যাপারে সম্মতি হয়েছে। প্রথম সিরিজটি হবে মে মাসের শেষ সপ্তাহ থেকে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত পাকিস্তানে। এরপর জুলাই মাসে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান দল।

পাকিস্তানে অনুষ্ঠিতব্য সিরিজে প্রথম দুটি ম্যাচ হবে ফয়সালাবাদে, শহরটির ইকবাল স্টেডিয়ামে। এটি একটি ঐতিহাসিক উপলক্ষ কারণ ২০০৮ সালের পর এই মাঠে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি। এবার প্রায় ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে সেই স্টেডিয়ামে।

সিরিজের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ ও ২৭ মে। এরপর সিরিজের শেষ তিনটি ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে, তারিখ যথাক্রমে ৩০ মে, ১ জুন ও ৩ জুন।

এরপর জুলাইয়ে বাংলাদেশে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে আসবে পাকিস্তান দল। বিসিবির প্রাথমিক সূচি অনুযায়ী, ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২০, ২২ ও ২৪ জুলাই—সবগুলো ম্যাচই হবে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

উল্লেখ্য, এই সিরিজটি আইসিসির মূল ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) না থাকলেও, দুই বোর্ডের সদ্যকার আলোচনা ও সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে এই সিরিজ আয়োজন করা হচ্ছে।

বিশেষ করে ২০২5 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়ায়, বাংলাদেশ ও পাকিস্তানের বোর্ড মুখোমুখি আলোচনায় এই প্রস্তুতিমূলক সিরিজের বিষয়ে একমত হয়েছে। ফলে এবারের দুটি সিরিজ শুধু বিশ্বকাপের প্রস্তুতির দিক থেকে নয়, বরং রাজনৈতিক ও কূটনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ