চলতি বছরের ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের ‘বরবাদ’ সিনেমাটি শুধু জনপ্রিয়তার দিক দিয়েই নয়, বক্স অফিসেও বাজিমাত করছে। মাত্র সাতদিনে সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে ২৭ কোটির বেশি আয় করেছে, যা ‘প্রিয়তমা’র রেকর্ড ছুঁয়ে ফেলেছে।
রিয়েল এনার্জি প্রডাকশন থেকে জানানো হয়, ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত ‘বরবাদ’ সিনেমার গ্রস কালেকশন ২৭ কোটি ৪৩ লাখ টাকা। এ পর্যন্ত ঈদের সিনেমার মধ্যে এটি সবচেয়ে আলোচিত সিনেমায় পরিণত হয়েছে।
সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। বিশেষ আইটেম গানে উপস্থিত হয়েছেন নুসরাত জাহান।
রাজধানী ঢাকায় সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্স মিলিয়ে নবম দিনেও চলছে প্রায় ৬৫টি শো, অন্যদিকে দেশের ১১২টি একক সিনেমা হলে চলছে দাপটের সঙ্গে।
অন্যদিকে, একই ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিবের আরেক সিনেমা ‘অন্তরাত্মা’ তেমন আলোচনায় আসতে পারেনি। আর বাকি সিনেমাগুলোর মধ্যে ‘জংলি’, ‘জ্বীন-৩’ এবং ‘চক্কর ৩০২’ কিছুটা দর্শক টানলেও ‘বরবাদ’ই এখন আলোচনার কেন্দ্রে।
শাকিব-ইধিকার পাশাপাশি সিনেমায় ছিলেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, যীশু সেনগুপ্ত ও শহীদুজ্জামান সেলিম—যারা প্রত্যেকেই ভিন্ন ভিন্ন চরিত্রে নতুন মাত্রা এনেছেন।