ঈদে যেমন পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগির রেওয়াজ চলে, তেমনি বিনোদনেরও থাকে বিশেষ আকর্ষণ। এই আকর্ষণের বড় অংশ জুড়ে থাকে নাটক ও সিনেমা। তবে বর্তমান সময়ের সবচেয়ে দ্রুত বর্ধনশীল প্ল্যাটফর্ম ওটিটি। এবারও এর ব্যতিক্রম হয়নি। নাটক বা প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাগুলোর পাশাপাশি দর্শকরা ঝুঁকেছেন ওটিটিতে মুক্তিপ্রাপ্ত কনটেন্টগুলোর দিকে।
এবার ঈদে চারটি ওয়েব কনটেন্ট বেশ আলোচনার জন্ম দিয়েছে—‘জিম্মি’, ‘ছায়া’, ‘হাউ সুইট’, ও ‘মাইশেলফ অ্যালেন স্বপন-২’। এই কনটেন্টগুলো কেবল অভিনয়ের দিক থেকে নয়, গল্প, প্রযোজনার মান এবং সামাজিক বার্তার দিক থেকেও এগিয়ে।
জয়া আহসান অভিনীত ‘জিম্মি’-তে একজন সরকারি চাকরিজীবী নারীর হঠাৎ প্রাপ্ত অর্থ কিভাবে জীবনের মোড় ঘুরিয়ে দেয়, সেই রহস্যে মোড়া গল্প দর্শকদের আটকে রাখে। ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়দের মতো অভিজ্ঞ অভিনেতারাও এতে যুক্ত হয়েছেন।
‘মাইশেলফ অ্যালেন স্বপন-২’-তে আগের মৌসুমের রহস্য উন্মোচনের পাশাপাশি নতুন প্রশ্নও উত্থাপন করেছে। অভিনয়শিল্পীদের সাবলীলতা ও গল্পের টানটান উত্তেজনা সিরিজটিকে সাফল্যের চূড়ায় নিয়ে গেছে। মিথিলা ও নাসির উদ্দিন খান আবারও নিজেদের জাত চিনিয়েছেন।
‘হাউ সুইট’-এ অপূর্ব ও ফারিণের রসায়ন দর্শকদের খুব ভালো লেগেছে। ভালোবাসা দিবসে মুক্তির কথা থাকলেও শেষমেশ ঈদেই মুক্তি পাওয়া এই ওয়েবফিল্মটি নির্মাতা কাজল আরেফিন অমির হাত ধরে গল্পের নতুন রূপ পেয়েছে।
বুবলীর ‘ছায়া’ সিনেমাটি নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে এক প্রতিবাদী ভাষ্য। অনাথ ভাইবোন ও সৎ মায়ের সঙ্গে জড়িয়ে থাকা ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে সিনেমাটি দর্শকদের মানবিক অনুভূতির জায়গায় নাড়া দিয়েছে।
এই চারটি কনটেন্টই আলাদা বৈশিষ্ট্য ও উপস্থাপনার কারণে আলোচনায় এসেছে। দর্শকরা বলছেন, ওটিটিতে এখন শুধু বিনোদন নয়, বরং জীবনের গল্পও খুঁজে পাওয়া যায়। ফলে ঈদে ওটিটি কনটেন্ট এখন গুরুত্বপূর্ণ বিনোদনের উৎস হয়ে উঠেছে।