গাজাবাসী এখন অন্তহীন মৃত্যুফাঁদে আটকে রয়েছে: জাতিসংঘ মহাসচিব

গাজাবাসী এখন অন্তহীন মৃত্যুফাঁদে আটকে রয়েছে: জাতিসংঘ মহাসচিব

ইসরাইলের দেড় বছরের অবিরাম আগ্রাসনে গাজা এখন যেন এক ভয়াবহ ‘মৃত্যুকূপ’। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, “গাজার বাসিন্দারা আজ এক অন্তহীন মৃত্যুফাঁদে আটকে আছে।”

টানা হামলায় প্রাণ হারিয়েছে ৫০ হাজারের বেশি মানুষ। বহু শিশু, নারী, বৃদ্ধ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। সরকারি তথ্যমতে, মৃতের প্রকৃত সংখ্যা ৬১ হাজার ছাড়িয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন আরও এক লাখের বেশি।

দুই মাসেরও বেশি সময় ধরে গাজা উপত্যকা পুরোপুরি অবরুদ্ধ। নেই খাবার, ওষুধ, জ্বালানি কিংবা নিরাপদ আশ্রয়। ইসরাইল সীমান্তে সব ধরনের সাহায্য আটকে রেখেছে।

গুতেরেস বলেন, “এক ফোঁটা ত্রাণও ঢুকছে না। ইসরাইল আন্তর্জাতিক মানবিক আইন ও জেনেভা কনভেনশন লঙ্ঘন করছে।” তিনি আরও বলেন, যুদ্ধবিরতি ছাড়া এই সংকটের সমাধান নেই।

গাজার পানি সংকটও ভয়াবহ রূপ নিয়েছে। আলজাজিরা জানায়, পানি সরবরাহের ৭০ শতাংশই বন্ধ করে দিয়েছে ইসরাইল। পৌরসভা জানায়, শুজাইয়া এলাকার প্রধান পাইপলাইনও বন্ধ হয়ে গেছে। মানুষ এখন পানির জন্য হাহাকার করছে।

এদিকে পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা পরিচালিত ছয়টি স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে ইসরাইল। এতে প্রায় ৮০০ শিক্ষার্থী বিপর্যয়ের মুখে পড়েছে। স্কুল চত্বরেও প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

জাতিসংঘের ছয়টি সংস্থার প্রধান বিশ্বনেতাদের প্রতি অনুরোধ জানিয়ে বলেছেন, গাজায় জরুরি ভিত্তিতে খাদ্য ও চিকিৎসা সহায়তা পৌঁছানো ছাড়া বিকল্প নেই।

গুতেরেস তাঁর বক্তব্যে গাজার ত্রাণকর্মীদের ‘বীর’ আখ্যা দিয়ে বলেন, “জীবন ঝুঁকির মধ্যেও তাঁরা মানুষ বাঁচানোর লড়াই চালিয়ে যাচ্ছেন। এখনই যুদ্ধবিরতি দরকার, এখনই মানবতার ডাক শোনা জরুরি।”

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ