অ্যান্টিবডিতেই স্তন ক্যানসার ধ্বংসে নতুন থেরাপি

অ্যান্টিবডিতেই স্তন ক্যানসার ধ্বংসে নতুন থেরাপি

অস্ত্রোপচার বা কেমোথেরাপির কষ্ট ছাড়াই ক্যানসার চিকিৎসা হতে পারে—এমন আশার আলো দেখাচ্ছেন ব্রিটিশ গবেষকেরা। কিংস কলেজ লন্ডনের একদল বিজ্ঞানী বলছেন, IgE নামের এক বিশেষ অ্যান্টিবডি দিয়ে স্তন ও জরায়ুর ক্যানসার কোষকে ধ্বংস করা সম্ভব হচ্ছে।

গবেষণাপত্র অনুযায়ী, সাধারণত ক্যানসার চিকিৎসায় IgG অ্যান্টিবডি ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু এটি সবক্ষেত্রে কার্যকর নয়। তাই গবেষকরা IgE অ্যান্টিবডিকে সামনে এনে দেখেছেন, এটি ক্যানসার কোষের বিরুদ্ধে দ্রুত প্রতিরোধ গড়ে তোলে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও অধিক সক্রিয় করে।

বিশেষ করে স্তন ক্যানসারের ক্ষেত্রে সবচেয়ে বিপজ্জনক হলো HER2 জিন। এটি যদি শরীরে সক্রিয় থাকে, তবে ক্যানসার আবার ফিরে আসার প্রবণতা বেশি থাকে। IgE অ্যান্টিবডি সেই HER2 জিনকে লক্ষ্য করে আক্রমণ করে, তাকে নিষ্ক্রিয় করে তোলে, ফলে ক্যানসার কোষের পুনরুদ্ধার হয় না।

গবেষক হেথার ব্যাক্স জানান, ইঁদুরের শরীরে এই অ্যান্টিবডির সফল প্রয়োগের পর এখন মানবদেহে পরীক্ষামূলকভাবে এই থেরাপি চালু রয়েছে। গবেষণা বলছে, যদি প্রাথমিক ধাপে ক্যানসার ধরা পড়ে, তাহলে IgE থেরাপি দিয়ে ক্যানসার পুরোপুরি সারানো সম্ভব।

অন্য গবেষক সোফিয়া কারাগিয়ান্নিস বলেন, IgE শুধুমাত্র স্তন ক্যানসারের জন্য নয়, জরায়ু এবং অন্যান্য কিছু ধরনের ক্যানসারেও ইতিবাচক কাজ করছে। তাই এটিকে ভবিষ্যতের ক্যানসার চিকিৎসার গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ