আগামী ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজের প্রথম ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি দেশের অন্যতম প্রধান পেসার তাসকিন আহমেদকে। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ইনজুরি ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে তাকে বিশ্রামে রাখা হয়েছে।
বিসিবির ভিডিও বার্তায় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন বলেন, ‘তাসকিনকে নিয়ে আমরা মেডিকেল টিমের পরামর্শ নিয়েছি। তারা আমাদের পরিষ্কার জানিয়ে দিয়েছে, এই সিরিজে তাকে না রাখাই শ্রেয় হবে। এ ধরনের সিদ্ধান্ত আমাদের বারবার নিতে হয় পেসারদের ক্ষেত্রেই।’
তবে স্কোয়াডে নতুন চমক হিসেবে এসেছেন তরুণ তানজিম হাসান সাকিব। তাকে নিয়ে আশাবাদী নির্বাচকরা। লিপুর ভাষায়, ‘তানজিম ইতোমধ্যে সীমিত ওভারের ক্রিকেটে প্রতিভা দেখিয়েছেন। টেস্টেও তার কাছ থেকে আমরা একইরকম প্রতিদান আশা করি।’
এদিকে, দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এবাদত হোসেনকে নিয়ে এখনো নিশ্চিত না নির্বাচকরা। তার ফিটনেস পুরোপুরি ফিরে আসেনি বলেই জানান লিপু। তিনি বলেন, ‘এবাদতকে আমরা এখনো পর্যবেক্ষণ করছি। সামনে আরও সিরিজ আছে, তাই প্রথম টেস্টে সুযোগ না পেলেও কারও দুশ্চিন্তার কিছু নেই।’
চলতি মাসেই দুটি টেস্টের এই সিরিজ হতে যাচ্ছে বাংলাদেশের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ অংশ। প্রস্তুতিতে তাই কোনো ঝুঁকি নিতে চায় না বিসিবি। চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২৮ এপ্রিল।