গাজার রক্তপাত ও কুরআনের সতর্কবার্তা

গাজার রক্তপাত ও কুরআনের সতর্কবার্তা

গাজায় ফিলিস্তিনিদের ওপর চলমান নির্মম নির্যাতনের পেছনে শুধু রাজনৈতিক কারণ নয়, ধর্মীয় ভবিষ্যদ্বাণীর ছায়াও দেখতে পাচ্ছেন অনেকে। ইসরাইলি বাহিনী দিনের পর দিন গাজা উপত্যকায় অবিরাম বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে, যাতে করে প্রতিনিয়ত নারী ও শিশুরা প্রাণ হারাচ্ছে। এই বর্বরতার বিরুদ্ধে বিশ্বের নানা প্রান্তে প্রতিবাদের ঝড় উঠলেও পরিস্থিতির উন্নতি হয়নি।

কুরআনে স্পষ্টভাবে বলা হয়েছে—বনী ইসরাইল দুইবার বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং তাদের শাস্তিস্বরূপ আল্লাহ কঠিন বাহিনী পাঠাবেন, যারা তাদের মুখ বিকৃত করে দেবে এবং স্থাপনাগুলো ধ্বংস করবে। প্রথমবার এ ভবিষ্যদ্বাণী বাস্তব হয়েছিল ইতিহাসে। দ্বিতীয়বারও এমন পরিণতি আসবে বলে মনে করেন অনেক মুফাসসির।

বিশ্লেষকরা মনে করেন, আজকের ইসরাইল ঠিক সেই পথেই এগোচ্ছে—যেখানে তাদের অবাধ্যতা ও জুলুমই ডেকে আনবে পতন। মুসলিম উম্মাহর ওপর চালানো নির্যাতনের জবাব আল্লাহ নিজেই দেবেন, আর সেই সময় অদূর ভবিষ্যতেই আসতে পারে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ