২৩ রানের মধ্যে ৫ উইকেট হারালো ভারত

প্রথম ওয়ানডেতে ক্যারিবীয়দের নাকাল করে জিতেছে ভারত। ব্রিজটাউনে দ্বিতীয় ওয়ানডেতেও তাদের শুরুটা ছিল দারুণ। টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার ইশান কিশান আর শুভমান গিল তুলে দেন ৯০ রান।

কিন্তু ৩৪ করে গিল আউট হওয়ার পরই যেন মরক লেগেছে ভারতের ইনিংসে। ফিফটি পূরণ হওয়ার কিছু পরই ফিরে গেছেন ইশান (৫৫ বলে ৫৫)।

এরপর একে একে সাজঘরে পথে অক্ষর প্যাটেল (১), সঞ্জু স্যামসন (৯) আর অধিনায়ক হার্দিক পান্ডিয়া (৭)। বিনা উইকেটে ৯০ থেকে ১১৩ রান তুলতেই ৫ উইকেট নেই ভারতের। অর্থাৎ ২৩ রানের মধ্যে ৫টি উইকেট হারিয়েছে সফরকারীরা।

২৪.৪ ওভার খেলা হওয়ার ঝমঝমিয়ে নেমেছে বৃষ্টি। ৩ উইকেটে ১১৩ রান ভারতের। সূর্যকুমার যাদব উইকেটে আছেন শূন্য রানে। স্বীকৃত ব্যাটার বলতে তার পর কেবল রবীন্দ্র জাদেজা।

//এমটিকে

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ