প্রকৃতি আর প্রিয়জনের মাঝে ফারিণ

প্রকৃতি আর প্রিয়জনের মাঝে ফারিণ

ঈদের ব্যস্ততা শেষ হতেই যেন অন্য এক রূপে ধরা দিলেন তাসনিয়া ফারিণ। ছোট পর্দা, বড় পর্দা ও ওটিটিতে পরপর সাফল্যের পর যখন ভেবেছিলেন তিনি একটু বিশ্রাম নেবেন—ঠিক তখনই পাড়ি জমালেন যুক্তরাজ্যে।

এবারের ভ্রমণের বিশেষ কারণ—স্বামী শেখ রেজওয়ানের সঙ্গে সময় কাটানো। যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে বসবাস করেন তিনি, যেখানে ফারিণের মামা-মামিও থাকেন। তাই এক ঢিলে দুই পাখি! প্রেম আর পারিবারিক টানের টানে ছুটে গেলেন ফারিণ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ফারিণের ভ্রমণকেন্দ্রিক পোস্টগুলো ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে। কোনো ছবিতে পাহাড়ি পথ ধরে হেঁটে চলেছেন, আবার কোনো ছবিতে লেকের পাড়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছেন শান্ত এক দৃষ্টিতে।

প্রকৃতির মাঝে সময় কাটাতে গিয়ে যেন নিজেকেই নতুন করে খুঁজে পেয়েছেন অভিনেত্রী। ভ্রমণ যে শুধু বিশ্রাম নয়, এক ধরনের আত্মিক বিশুদ্ধিকরণ—তার ছবিগুলো সে কথাই বলে।

ভক্তদের জন্যও রয়েছে চমক। ছবির পাশাপাশি ফারিণ কখনো হাসিমুখে, কখনো দৃষ্টিতে আবেগ মিশিয়ে ছোট ছোট ক্যাপশন দিচ্ছেন—যা বুঝিয়ে দিচ্ছে, এই সফর তার কাছে কতটা গুরুত্বপূর্ণ।

অনেকেই মন্তব্য করছেন, “এমন প্রশান্তির ছবি দেখা হয়নি অনেকদিন!” কেউ বলছেন, “নাটকের বাইরে ফারিণ যেন আরও বেশি আপন।”

এই সফরের মাধ্যমে জীবনের আরেকটি অধ্যায়ে প্রবেশ করেছেন ফারিণ। ক্যামেরার ফ্ল্যাশ থেকে দূরে, ব্যক্তিগত জীবনের নির্ভরতার জায়গায় নিজের মতো করে সময় কাটানো যেন তার নতুন রূপে পুনর্জন্ম।

তার এই শান্তিপূর্ণ, ভালোবাসায় ভরা সময় যেন ভক্তদের মধ্যেও এক ধরনের ইতিবাচক অনুভূতি ছড়িয়ে দিচ্ছে। যেমন করে তার অভিনয় মানুষকে ছুঁয়ে যায়, তেমন করেই ছুঁয়ে যাচ্ছে এই ছুটির মুহূর্তগুলোও।

ফারিণ জানিয়ে দিচ্ছেন—কাজের ব্যস্ততা যেমন প্রয়োজন, তেমনি ভালোবাসা ও প্রকৃতির মাঝে নিজেকে সময় দেওয়াটাও জীবনেরই অংশ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ