বর্তমান সময়ের নাট্যাঙ্গনের আলোচিত মুখ সাদিয়া আয়মান আবারও ফিরছেন সিনেমার পর্দায়। নাটকে নিজের শক্ত অবস্থান গড়ে তোলার পর এবার তিনি দ্বিতীয়বারের মতো নাম লেখাচ্ছেন রূপালী পর্দায়।
সাদিয়া আয়মানের অভিনয়জীবনের শুরুটাই হয়েছিল সিনেমার মাধ্যমে। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত তার প্রথম চলচ্চিত্র ‘কাজলরেখা’ ২০২৪ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। চলচ্চিত্রটি সমালোচকদের প্রশংসা কুড়ালেও এরপর আর কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। মূলত নাটকেই ব্যস্ত সময় পার করছিলেন তিনি।
তবে এবার নিজেই জানালেন নতুন একটি সিনেমায় অভিনয়ের খবর। আগামী ১২ এপ্রিল থেকে এই সিনেমার শুটিং শুরু হবে বলে জানিয়েছেন সাদিয়া। যদিও সিনেমার নাম কিংবা নির্মাতার পরিচয় এই মুহূর্তে প্রকাশ করতে চাননি তিনি।
সিনেমাটি আসছে ঈদুল আজহায় মুক্তির লক্ষ্যে নির্মিত হচ্ছে। এ প্রসঙ্গে সাদিয়া বলেন, ‘সিনেমার জন্য নিজেকে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত করছি। এটি একটি সম্পূর্ণ কমার্শিয়াল, ফ্যামিলি এন্টারটেইনিং সিনেমা। দর্শক পরিবারসহ উপভোগ করতে পারবেন এমন গল্পে তৈরি হচ্ছে। সবকিছু ঠিক থাকলে কোরবানির ঈদেই মুক্তি পাবে।’
অভিনয়ের প্রতি নিবেদিত এই তরুণী অভিনেত্রী চলচ্চিত্রে আবারও নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে চান। তার ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে এক আনন্দের খবর।