ছেলের সঙ্গে সিঙ্গাপুরে অপু, ভাইরাল হলো ছবি

ছেলের সঙ্গে সিঙ্গাপুরে অপু, ভাইরাল হলো ছবি

ঢাকাই সিনেমার জনপ্রিয় মুখ অপু বিশ্বাসের জীবনে এখন সবচেয়ে বড় পরিচয়—তিনি একজন মমতাময়ী মা। ছেলে আব্রাম খান জয়কে ঘিরেই তার সবকিছু। সম্প্রতি এই মা-ছেলে জুটি ছুটি কাটাতে গেছেন সিঙ্গাপুরে, আর সেখান থেকেই ছড়িয়ে পড়েছে একগুচ্ছ ভাইরাল মুহূর্ত।

মঙ্গলবার সকালে অপু বিশ্বাস সামাজিক মাধ্যমে ছেলের সঙ্গে তোলা কিছু ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, তারা সিঙ্গাপুরের আইকনিক মারলায়ন পার্কে ঘুরছেন। হাসিমুখে অপু ও স্টাইলিশ ভঙ্গিতে পোজ দেওয়া আব্রাম যেন দৃষ্টি কেড়ে নিয়েছে হাজারো অনুরাগীর। বিশেষত একটি ছবিতে আব্রাম লাগেজের পাশে দাঁড়িয়ে যেভাবে ক্যামেরাবন্দি হয়েছে, তা নিয়ে ইতোমধ্যেই নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।

ছবিগুলোর নিচে উপচে পড়ছে মন্তব্য—“আব্রাম যেন ছোট্ট সুপারস্টার”, “মা-ছেলের এই ভালোবাসা চিরকাল জিও”। এমন অনেক ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

অপু বিশ্বাস তার সন্তানের জীবনকে পূর্ণ করতে চেষ্টা করছেন মা ও বাবার ভূমিকা একসঙ্গে পালন করে। যদিও মাঝে মাঝে আব্রামের জীবনে আসেন তার বাবা শাকিব খান। এবারের ঈদেও শাকিব ছেলের সঙ্গে সময় কাটিয়েছেন, যা মিডিয়াতে আলোচনায় আসে।

২০০৮ সালে অপু-শাকিবের গোপন বিয়ের কথা ২০১৭ সালে প্রকাশ্যে আসার পর, ২০১৮ সালে ঘটে তাদের বিচ্ছেদ। সেই থেকে এককভাবেই সন্তানকে মানুষ করছেন অপু বিশ্বাস।

এই সফর, এই মুহূর্ত, এই ভালোবাসা—সব মিলিয়ে মা-ছেলের জীবনের এক অনন্য অধ্যায়ের ছবি এখন ভাইরাল সারা বাংলাদেশে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ