ইসরাইলের বর্বর হামলায় উত্তাল গাজা। সেই আগ্রাসনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে বাংলাদেশও। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের বিক্ষোভ, মিছিল ও ক্লাস-পরীক্ষা বর্জনের মধ্য দিয়ে গাজাবাসীর প্রতি সংহতি জানানো হয়েছে। রাজপথের প্রতিবাদের সঙ্গে ভার্চুয়াল জগতে কণ্ঠ মিলিয়েছেন দেশের জনপ্রিয় তারকারাও।
বিশ্ববিদ্যালয়গুলোতে গতকাল (সোমবার) ব্যাপক বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। শিক্ষার্থীরা ‘ফ্রি প্যালেস্টাইন’ ব্যানারে সমাবেশ করেছেন, মানববন্ধনে দাঁড়িয়েছেন। এরই মধ্যে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এদিকে ফেসবুক, ইনস্টাগ্রামসহ নানা সামাজিক মাধ্যমে গাজার জন্য চোখের জল ও কণ্ঠের ক্ষোভ নিয়ে সামনে এসেছেন চলচ্চিত্র ও সংগীতজগতের তারকারা।
চিত্রনায়ক শাকিব খান লিখেছেন, “গাজা যেন আজ নির্যাতিত মানুষের প্রতীক।” জয়া আহসান বলেন, “ফিলিস্তিনিশূন্য পৃথিবী বানাতে মরিয়া ইসরাইল।” সিয়াম আহমেদ বলেন, “গাজার ধ্বংসাবশেষের দায় কি আমরা কেউ এড়াতে পারব?”
গাজা নিয়ে ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করে আরিফিন শুভ বলেন, “আমরা শুধু কাঁদতে পারি, চিৎকার করতে পারি। অন্যায় দেখেও কিছু করতে না পারা সবচেয়ে বড় যন্ত্রণা।”
এই প্রতিবাদ কেবল একটি আবেগ নয়, এটি মানবতা ও ন্যায়বোধের প্রতিধ্বনি—যা এখন শুধু গাজার নয়, গোটা বিশ্বের নির্যাতিত মানুষের প্রতিচ্ছবি হয়ে উঠেছে।