জেনে নিন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘জিবলি আর্ট’ আসলে কী

জেনে নিন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘জিবলি আর্ট’ আসলে কী

যেখানে গোটা বিশ্ব ‘জিবলি আর্ট’ নিয়ে মাতোয়ারা, সেখানে Studio Ghibli-র সহ-প্রতিষ্ঠাতা ও কিংবদন্তি নির্মাতা হায়াও মিয়াজাকি একেবারেই ভিন্ন অবস্থানে।

২০১৬ সালে একটি সাক্ষাৎকারে এআই প্রযুক্তির মাধ্যমে জিবলি স্টাইলে চিত্র আঁকার কঠোর সমালোচনা করেন তিনি। মিয়াজাকির ভাষায়, “যারা এআই দিয়ে ছবি আঁকছে, তারা জানে না শিল্পীদের কষ্ট কাকে বলে। এটি শুধু অপমান নয়, বরং দুঃখজনক।”

Studio Ghibli বরাবরই তাদের হাতে আঁকা দৃশ্য, বিশদ ব্যাকগ্রাউন্ড, সৌন্দর্যের নিখুঁত উপস্থাপন এবং চরিত্রের আবেগময়তার জন্য বিখ্যাত। এ কারণেই এই স্টাইলকে শুধুমাত্র আর্ট নয়, বরং ‘আত্মার শিল্প’ বলা হয়।

মিয়াজাকির মতে, “কল্পনাশক্তির শক্তিকে যদি কৃত্রিমভাবে অনুকরণ করা হয়, তাহলে শিল্প তার গভীরতা হারিয়ে ফেলে।” যদিও সময়ের সাথে জিবলি স্টাইল এখন বিশ্বব্যাপী এক জনপ্রিয় ট্রেন্ডে পরিণত হয়েছে, তবে এর মূল মর্ম বুঝে সম্মানের সাথে ব্যবহার করার আহ্বান জানানো হয় অনেক শিল্পীর পক্ষ থেকেও।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ