শক্তিশালী প্রতিপক্ষের মধ্যেও আত্মবিশ্বাসে ভরপুর টাইগ্রেসরা

শক্তিশালী প্রতিপক্ষের মধ্যেও আত্মবিশ্বাসে ভরপুর টাইগ্রেসরা

পাকিস্তানে শুরু হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপ কোয়ালিফায়ারে অংশ নিতে বাংলাদেশ নারী দল ইতোমধ্যে লাহোরে পৌঁছেছে। প্রতিযোগিতায় শুধু দুইটি দল মূল বিশ্বকাপে জায়গা পাবে, ফলে প্রতিটি ম্যাচই হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং।

প্রতিপক্ষ হিসেবে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, আয়ারল্যান্ড ও থাইল্যান্ড। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ সম্প্রতি বাংলাদেশকে ঘরের মাঠে হারিয়েছে এবং পাকিস্তান খেলছে নিজেদের পরিচিত কন্ডিশনে। তবুও সতর্ক ও আত্মবিশ্বাসী বাংলাদেশ শিবির।

দলের প্রধান কোচ সরোয়ার ইমরান বলেন, “প্রতিটি দলকেই সমান গুরুত্বে নিচ্ছি। পাঁচটি ম্যাচেই আমাদের জয়ের পরিকল্পনা আছে। আমরা কাউকে হালকাভাবে নিচ্ছি না।”

প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ ঈদের সময়ও অনুশীলন চালিয়ে গেছে, এবং পাকিস্তান পৌঁছে আরও কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে। কোচ বলেন, “ব্যাটিং উইকেট ধরে নিয়েই প্রস্তুতি নিয়েছি। কীভাবে স্ট্রাইক রেট বাড়াতে হবে, কীভাবে বোলিংয়ে চাপ সৃষ্টি করতে হবে—এসব বিষয় নিয়েই আমাদের কৌশল নির্ধারণ করা হয়েছে।”

১০ এপ্রিল শুরু হবে টাইগ্রেসদের কোয়ালিফায়ার মিশন, যেখানে প্রথম ম্যাচেই প্রতিপক্ষ থাইল্যান্ড। জয় দিয়ে সূচনা করাই দলের প্রথম লক্ষ্য।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ