রাজধানীতে সাত দিনে ছেড়েছেন ১ কোটি ৭ লাখ সিমধারী, ফিরেছেন ৪৪ লাখ

রাজধানীতে সাত দিনে ছেড়েছেন ১ কোটি ৭ লাখ সিমধারী, ফিরেছেন ৪৪ লাখ

ঈদের ছুটিকে কেন্দ্র করে রাজধানী ঢাকা যেন একেবারে ফাঁকা হয়ে গেছে। গত সাত দিনে ১ কোটি ৭ লাখের বেশি মোবাইল সিমধারী ঢাকা ছেড়েছেন, যা বিগত বছরগুলোর চেয়েও উল্লেখযোগ্য হারে বেশি।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, ২৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত মোবাইল ফোন অপারেটরদের নেটওয়ার্ক তথ্য বিশ্লেষণ করে এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে।

এ সময় ঢাকায় প্রবেশ করেছেন মাত্র ৪৪ লাখ ৪০ হাজার ২৭৯ জন, অর্থাৎ ঢাকায় আগমনকারীর তুলনায় প্রায় আড়াই গুণ বেশি মানুষ ঢাকা ছেড়েছেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, এটি ঈদের সময় স্বজনদের সঙ্গে কাটানোর প্রবণতার পাশাপাশি রাজধানীর চাপ ও ব্যয়বহুল জীবনের প্রভাবকেও তুলে ধরে। ঈদের আগে যে বৃহৎ জনগোষ্ঠী ঢাকা ত্যাগ করে, তা দেশের আঞ্চলিক শহর ও গ্রামে একধরনের প্রাণচাঞ্চল্যও সৃষ্টি করে।

বিটিআরসি সূত্র জানিয়েছে, শুধু গ্রামীণফোনের ৬৩ লাখ ৭৫ হাজার গ্রাহক এই সময়ের মধ্যে ঢাকা ছেড়েছেন। এছাড়া রবি, বাংলালিংক ও টেলিটকের গ্রাহকরাও একই হারে রাজধানী ত্যাগ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ