বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একযুগ পর রাজনৈতিক সংলাপ হতে যাচ্ছে চলতি মাসে। ২০১২ সালের পর প্রথমবারের মতো উভয় দেশ দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করতে বসতে যাচ্ছে। এই সংলাপের মূল উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণ এবং দুই দেশের সম্পর্ককে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে চলমান প্রচেষ্টা চালিয়ে যাওয়া।
পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বেলুচ এই সংলাপে দেশটির প্রতিনিধিত্ব করবেন। আলোচনায় প্রধানত আলোচনা করা হবে কিভাবে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক আরও দৃঢ় করা যায়। একই সঙ্গে, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক খাতে একে অপরের সঙ্গে সমন্বয় বাড়ানোর জন্য যৌথ কমিশন পুনর্বহাল করার প্রস্তাব উত্থাপন করতে পারে পাকিস্তান।
এছাড়া, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার আগামী ২২-২৪ এপ্রিল বাংলাদেশ সফর করবেন। তার এই সফরের মাধ্যমে বাণিজ্য, কূটনীতি এবং অন্যান্য খাতে সহযোগিতা গভীর করার সুযোগ তৈরি হবে। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে এই নতুন সম্পর্ক উন্নয়নের ধারায় একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে।