দুই দশকজুড়ে দেশের ক্রিকেটকে নেতৃত্ব দেওয়া তামিম ইকবাল আপাতত মাঠের বাইরে। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কোনো ধরনের শারীরিক কসরত বা খেলার প্রস্তুতি থেকে বিরত আছেন তিনি। চিকিৎসকদের মতে, তামিমের পুরোপুরি ফিটনেস ফিরে পেতে সময় লাগবে কমপক্ষে তিন থেকে চার মাস।
এভারকেয়ার হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার বলেন, “তামিম এখন বিপদমুক্ত হলেও খেলায় ফেরার সিদ্ধান্ত আমরা এখনই দিতে পারি না। তিন-চার মাসের বিশ্রাম ও পর্যবেক্ষণের পর, ফিজিও ও কার্ডিয়াক টিম তার ফিটনেস মূল্যায়ন করবে।”
তামিমের শারীরিক অবস্থা নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিলেও, পরিবার চাইছে না কোনো ঝুঁকি নিতে। এ কারণে বিদেশে চিকিৎসার দিকেও নজর রাখছেন তারা। আকরাম খান জানান, “আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলছি বিদেশে নেওয়ার বিষয়েও। যদি প্রয়োজন হয়, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর বা থাইল্যান্ড যাবো।”
তবে সুসংবাদ হলো—তামিম এখন স্বাভাবিকভাবে হাঁটাচলা করছেন, কথা বলছেন এবং খাবার খেতে পারছেন। মানসিকভাবে যেন হতাশায় না ভোগেন, সে জন্য একজন পেশাদার মনোবিদ তাঁর সঙ্গে কাজ করছেন।
তামিম ইকবাল মাঠে কবে ফিরবেন, সে প্রশ্নের উত্তর এখনই নেই। তবে তিনি যে অদম্য—তা তাঁর ক্যারিয়ারের প্রতিটি ধাপে প্রমাণিত। তাই ভক্তরা আশা করতেই পারেন, মাঠে আবার ব্যাট হাতে তামিমকে দেখা যাবে, হয়তো আরেকটি নতুন গল্পের শুরু হবে তাঁর ক্রিকেট জীবনে।