এবারের ঈদে ঢালিউডে বইছে ‘বরবাদ’ ঝড়। শাকিব খান অভিনীত সিনেমাটি হলে হলে দর্শকদের ব্যাপক সাড়া পাচ্ছে। এবার সেই সিনেমার প্রশংসায় সরব হলেন অভিনেত্রী শবনম বুবলী।
সংবাদমাধ্যমে দেওয়া এক বক্তব্যে বুবলী বলেন, “বরবাদ’ তো বরবাদের গতিতেই যাচ্ছে! একদম মারমার কাটকাট অবস্থা। দর্শকরা ছবিটি দারুণভাবে গ্রহণ করেছে।”
তিনি আরও বলেন, “শাকিব খান সবসময় তার সিনেমার মাধ্যমে প্রমাণ করেছেন কেন তিনি ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় নাম। আজও দর্শকের প্রতিক্রিয়া দেখে আমি গর্বিত।”
এদিকে, বুবলীর নিজস্ব সিনেমা ‘জংলি’-ও মুক্তি পেয়েছে এবং সেটিও ভালো সাড়া পাচ্ছে। তবে ‘বরবাদ’ নিয়ে তিনি বলেন, “এটা শুধু একটা সিনেমা না, বরং আমাদের ইন্ডাস্ট্রির জন্য বিশাল অর্জন।”
উল্লেখ্য, ‘বরবাদ’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল, আর ‘জংলি’-তে বুবলীর সঙ্গে দেখা গেছে সিয়াম আহমেদকে।