টলিউডে সফল রিয়েল লাইফ কাপল হিসেবে পরিচিত গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষ। পর্দার বাইরেও তাদের দাম্পত্য জীবন যেমন প্রশংসিত, তেমনি ঋদ্ধিমার মনেও রয়েছে এক ‘অন্যরকম ভালোবাসা’। আর সেই ভালোবাসার মানুষ হলেন বলিউড সুপারস্টার রণবীর কাপুর।
সম্প্রতি একটি পডকাস্টে অভিনেত্রী বলেন, “রণবীরের প্রতি আমার ভালোবাসা স্কুল জীবন থেকেই। ওর ছবি দেখলে এখনও চোখে জল আসে। ও যেন এক অদৃশ্য বাস্তব, যাকে আমি পাওয়ার কথা কখনও ভাবিনি, তবু মনে মনে রেখেছি।”
তবে বাস্তব জীবনে ঋদ্ধিমা এখন সুখী একজন মা ও স্ত্রী। গৌরব চক্রবর্তীর সঙ্গে তার দাম্পত্য জীবন নিয়ে বলেন, “গৌরব আমার রিয়েল হিরো। ও-ই আমার সবথেকে বড় সমর্থন। আমাদের ছেলে ধীর আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া।”
পাশাপাশি তিনি স্বীকার করেছেন, “রণবীর ছিল আমার কল্পনার ভালোবাসা। গৌরব আমার জীবনের ভালোবাসা।”
অভিনয় জগতের এই দুই পুরুষই একেকটি অধ্যায় ঋদ্ধিমার জীবনে। একজন পর্দার নায়ক, আরেকজন হৃদয়ের।