বিশ্বজুড়ে আয়-বৈষম্য ও অর্থনৈতিক বৈচিত্র্য নিয়ে যখন বিতর্ক চলছে, ঠিক তখনই আরেকটি চমকপ্রদ তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক অর্থ-বিষয়ক সাময়িকী ফোর্বস। তাদের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বে ধনকুবের বা বিলিয়নিয়ারদের সংখ্যা ও সম্পদের পরিমাণ ২০২৫ সালে আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে।
ফোর্বস জানায়, চলতি বছরে বিশ্বে ধনকুবেরের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২৮ জনে, যা আগের বছরের তুলনায় ২৪৭ জন বেশি। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ২ হাজার ৭৮১ জন। এদের সম্মিলিত সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৬ দশমিক ১ ট্রিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ২ ট্রিলিয়ন ডলার বেশি।
এই সংখ্যা ও সম্পদের বিশাল বৃদ্ধি স্পষ্ট করে যে, বৈশ্বিক অর্থনীতিতে একটি নির্দিষ্ট শ্রেণির হাতে সম্পদের কেন্দ্রীকরণ বেড়েই চলেছে। বিশেষ করে টেক জায়ান্ট, ফাইনান্স, খনিজসম্পদ এবং স্বাস্থ্য খাতের সঙ্গে জড়িত ব্যক্তিরা সবচেয়ে বেশি লাভবান হয়েছেন।
ফোর্বস জানায়, এ বছরের তালিকা প্রস্তুতের ক্ষেত্রে ৭ মার্চ পর্যন্ত স্টক মার্কেটের অবস্থা ও বৈদেশিক মুদ্রার বিনিময় হার বিবেচনায় নেওয়া হয়েছে।
বিশ্বের সবচেয়ে বেশি ধনকুবের রয়েছে যুক্তরাষ্ট্রে, যেখানে ৯০২ জন বিলিয়নিয়ার অবস্থান করছেন। এরপর রয়েছে চীন (৫১৬ জন) এবং তৃতীয় অবস্থানে ভারত (২০৫ জন)। এই তিন দেশেই বিশ্বজুড়ে বিলিয়নিয়ারদের প্রায় অর্ধেকের অবস্থান।
বিশ্লেষকেরা বলছেন, বৈশ্বিক পুঁজিবাদ ও প্রযুক্তিনির্ভর অর্থনীতির প্রসারে এই ধনবৈষম্য আরও স্পষ্ট হচ্ছে, যা ভবিষ্যতের সামাজিক ভারসাম্যে প্রভাব ফেলতে পারে।