যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার তিনি ঘোষণা দিয়েছেন, বিদেশি নাগরিকরা ৫ মিলিয়ন মার্কিন ডলার দিলেই পাবেন ‘গোল্ড কার্ড’ নামে একটি বিশেষ ভিসা, যা যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সুযোগ তৈরি করবে।
এই ভিসাকে অনেকেই বলছেন ‘পয়সার বিনিময়ে নাগরিকত্ব’। অভিবাসন নিয়ে বরাবরই কঠোর অবস্থানে থাকা ট্রাম্প এবার তার অবস্থান একেবারে উল্টে দিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।
ট্রাম্প বলেন, “এই কার্ড বিক্রির মাধ্যমে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং জাতীয় বাজেট ঘাটতি কমানো সম্ভব হবে। আমরা লক্ষ্য করেছি, বহু ধনী মানুষ যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করতে চায়। তাদের জন্যই এই সুযোগ।”
তবে এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক ছড়িয়ে পড়ে। কেউ একে ‘বিলিয়নিয়ারের জন্য shortcut’ বলছেন, কেউ আবার এটিকে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির মৌলিক নীতিমালার বিপরীত হিসেবে দেখছেন।
বিশেষজ্ঞদের অনেকে বলছেন, এই কার্ডের মাধ্যমে বিশেষ করে রাশিয়া, চীন, মধ্যপ্রাচ্যের ধনকুবেররা সহজেই যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার পাবেন। নিরাপত্তা এবং স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন জাতীয় নিরাপত্তা বিশ্লেষকরাও।
সাম্প্রতিক এক বক্তব্যে ট্রাম্প বলেন, তার প্রশাসন আশা করছে প্রথম দফায় প্রায় ১০ লাখ ‘গোল্ড কার্ড’ বিক্রি হবে। এর ফলে অন্তত ৫০ বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা সরাসরি যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ঢুকবে।
তবে মানবাধিকার সংস্থা এবং অভিবাসন অধিকারকর্মীরা এই উদ্যোগকে অসমতা বৃদ্ধির একটি বড় পদক্ষেপ বলে আখ্যা দিয়েছেন।