গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮৬, আহত ২৮৭

গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮৬, আহত ২৮৭

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় আরও একবার প্রাণ গেলো অসংখ্য নিরীহ মানুষের। গত ২৪ ঘণ্টায়, অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ)-এর চালানো বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৮৬ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও ২৮৭ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার রাতে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রের বরাতে খবর প্রকাশ করেছে তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ সংঘাতে গাজায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৫০ হাজার ৬০৯ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৬৩ জন। ভয়াবহ এ মানবিক বিপর্যয়ের মধ্যে নিহত ও আহতদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য বিভাগ।

গাজাবাসীর জীবন এখন মৃত্যু ও ধ্বংসের প্রহর গোনা এক বিভীষিকাময় বাস্তবতায় পরিণত হয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলোও এই মানবিক বিপর্যয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘অবস্থান অপরিবর্তিত’—অভিযান চলবে যতক্ষণ না হামাস ধ্বংস ও জিম্মিদের উদ্ধার করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ