গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় আরও একবার প্রাণ গেলো অসংখ্য নিরীহ মানুষের। গত ২৪ ঘণ্টায়, অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ)-এর চালানো বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৮৬ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও ২৮৭ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার রাতে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রের বরাতে খবর প্রকাশ করেছে তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ সংঘাতে গাজায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৫০ হাজার ৬০৯ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৬৩ জন। ভয়াবহ এ মানবিক বিপর্যয়ের মধ্যে নিহত ও আহতদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য বিভাগ।
গাজাবাসীর জীবন এখন মৃত্যু ও ধ্বংসের প্রহর গোনা এক বিভীষিকাময় বাস্তবতায় পরিণত হয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলোও এই মানবিক বিপর্যয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘অবস্থান অপরিবর্তিত’—অভিযান চলবে যতক্ষণ না হামাস ধ্বংস ও জিম্মিদের উদ্ধার করা হচ্ছে।