বিমসটেক সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

বিমসটেক সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বাংলাদেশের হয়ে ষষ্ঠ বিমসটেক সম্মেলনে অংশ নিতে গত ৩ এপ্রিল ব্যাংককের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন অধ্যাপক ইউনূস। সম্মেলন শেষে স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। ব্যাংকক বিমানবন্দরে তাকে বিদায় জানান থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংযুক্ত মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই।

ফেরার সময় তার সঙ্গে সফরসঙ্গীরাও উপস্থিত ছিলেন। বিমানবন্দরে আগমনকালে নিরাপত্তা ও কূটনৈতিক মহলে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা যায়। প্রধান উপদেষ্টা দেশে ফিরে বিমসটেক সম্মেলনে বাংলাদেশের সক্রিয় ভূমিকা ও ভবিষ্যৎ কূটনৈতিক পরিকল্পনা নিয়ে শিগগিরই সংবাদ সম্মেলনের আয়োজন করবেন বলে জানা গেছে।

ড. ইউনূসের এ সফরকে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নতুন ভাবমূর্তি নির্মাণের অংশ হিসেবে দেখা হচ্ছে। আঞ্চলিক রাজনীতি, বাণিজ্য এবং মানবাধিকার প্রশ্নে তার শক্ত অবস্থান প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন মহলে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ