আজ আইএমএফের প্রতিনিধিদল ঢাকায় আসছে

আজ আইএমএফের প্রতিনিধিদল ঢাকায় আসছে

চলমান ঋণ কর্মসূচির আওতায় ৪৭০ কোটি মার্কিন ডলারের বাকি অর্থ ছাড়ে সহায়তার অংশ হিসেবে আজ শনিবার ঢাকা সফরে আসছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদল। সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা সরকারের গৃহীত আর্থিক সংস্কারমূলক পদক্ষেপ এবং পূর্বনির্ধারিত শর্তপূরণের বাস্তব অগ্রগতি বিশ্লেষণ করবে।

প্রথম দিনেই, আগামীকাল রবিবার সকাল থেকে প্রতিনিধি দলটি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে বসবে। এরপর টানা দুই সপ্তাহব্যাপী তাঁরা অর্থ মন্ত্রণালয়, এনবিআর, বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনসহ বিভিন্ন সংস্থার সঙ্গে পৃথকভাবে আলোচনায় বসবে।

আইএমএফের শর্তের মধ্যে রয়েছে ট্যাক্স জিডিপি অনুপাত বাড়ানো, কর প্রশাসনে স্বচ্ছতা আনা, জ্বালানি খাতে ভর্তুকি কমানো এবং মূল্য নির্ধারণে বাস্তবমুখী নীতি গ্রহণ করা। এছাড়াও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো এবং ব্যাংক খাতে নিয়ন্ত্রণ বাড়ানো বিষয়েও অগ্রগতি দেখা হবে।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের জন্য এই সফর অত্যন্ত স্পর্শকাতর। কারণ চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থছাড় পেতে হলে সরকারের আর্থিক ব্যবস্থাপনায় কাঠামোগত পরিবর্তনের ইতিবাচক প্রমাণ দেখাতে হবে।

আইএমএফ প্রতিনিধিদলের সফরের সমাপ্তি দিনে অর্থ উপদেষ্টার সঙ্গে চূড়ান্ত বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সফরের সারাংশ জানাবে সংস্থাটি। অর্থনীতিবিদদের ধারণা, এই সফরের ভিত্তিতেই আইএমএফ সিদ্ধান্ত নেবে—বাংলাদেশকে বাকি অর্থ কবে এবং কীভাবে দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ