কুইন সুলিভান ও কাভান সুলিভান বর্তমানে আছেন মেজর লিগ সকারে। দুজনের সামনেই যুক্তরাষ্ট্র দলে জায়গা পাওয়ার সম্ভাবনা আছে। তাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আশা এখন তাদেরই ভাই রোনান ও ডেকলান সুলিভানকে ঘিরে।
তাদের জন্য ইতোমধ্যেই পরিবারের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বাফুফে। ইতোমধ্যেই একটা ইঙ্গিত মিলল, যা বাংলাদেশের আশার পালে হাওয়া দিল অনেক জোরে। রোনান সুলিভান তার গায়ে চড়িয়েছেন বাংলাদেশের জার্সি, সে ছবি আবার পোস্ট করেছেন ইনস্টাগ্রামেও।
রোনান সুলিভান বর্তমানে খেলছেন ফিলাডেলফিয়ার একাডেমিতে। তার অন্য ভাই ডেকলান সুলিভানও আছেন তার সঙ্গে। তাদেরকে বাংলাদেশে পেতে বাফুফে চেষ্টা করছে এখন।
বাফুফে সহসভাপতি ফাহাদ করিম সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি জানান। তিনি আরও জানান বাংলাদেশের হয়ে খেলার জন্য তাড়া ইতোমধ্যে ভালো সাড়াও দিয়েছেন।
তার আগে তিনি জানান, আপাতত কুইন আর কাভানকে নিয়ে ভাবনা বন্ধ রেখেছে বাফুফে। ফাহাদ করিমের কথা, ‘দুই ভাই (কাভান ও কুইন) কিন্তু এখন এমএলএস টপ লিগে খেলছে, টপ টিমেও। তারা পারফর্ম করছে। একজন হয়তো যুক্তরাষ্ট্রের দলে যেকোনো সময় ডাক পাবে। এই দুজনকে বাদ দিয়ে আমাদের চিন্তা করতে হবে, অন্তত কিছু বছরের জন্য। কারণ তারা এখন যুক্তরাষ্ট্রকেই প্রাধান্য দিবে। এটাই স্বাভাবিক। আমাদের চাওয়াটাও বোকামি হবে, সত্যি কথা।’
এরপরই তিনি দেন রোনান আর ডেকলানের খবর, ‘আরও দুই ভাই আছে, যারা ফিলাডেলফিয়ার একাডেমিতে আছে। তারা নিয়মিত প্র্যাকটিস করছে। আমরা ওই দুজনের জন্য তাদের বাবার সঙ্গে কথা বলেছি, গতকাল রাতে প্রথমবার উনার সঙ্গে কথা বলেছি। আমার কাছে মনে হয়েছে তিনি কমফোর্ট ফিল করেছেন।’
তিনি আরও জানান রোনান আর ডেকলান যে কোনো সময় বাংলাদেশের হয়ে খেলতে রাজি। ফাহাদ বলেন, ‘ওরা ইন্টারেস্টেড, যদি টাইমলাইনটা ম্যাচ করে, তারা আসতে রাজি। এতে কোনো সন্দেহ নেই।’
এর পরেই রোনান দিলেন বড় এক ইঙ্গিত। বাংলাদেশের পতাকা আর বাফুফের লোগো ছাপানো এক জ্যাকেট পরেছেন গায়ে। সে ছবি তুলে আবার ইনস্টা স্টোরিতে পোস্টও করেছেন।
এই রোনান আর তার ভাই ডেকলানকে কবে পাবে বাংলাদেশ, এ প্রশ্নের জবাব আপাতত তোলা রইল সময়ের কাছে।