লিওনেল মেসি ও তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো সম্প্রতি একটি ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছেন। ইনস্টাগ্রামে এই ছবিটি প্রকাশ হওয়ার পর, নেটিজেনরা মেসির রোমান্টিক ভঙ্গি ও আন্তোনেলার সঙ্গে তার সম্পর্কের গভীরতা নিয়ে ব্যাপক আলোচনা শুরু করেন। ছবিতে দেখা যায়, মেসি তার স্ত্রীর দিকে তাকিয়ে আছেন এবং তাকে নিজের বুকের কাছে টেনে ধরেছেন, তাদের চোখে চোখের অদ্ভুত সংযোগ।
এই মুহূর্তটি ছিল এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের অংশ, যা ডেভিড বেকহ্যামের ৫০ তম জন্মদিন উদযাপন উপলক্ষে মায়ামিতে অনুষ্ঠিত হয়েছিল। পার্টিতে মেসি এবং তার স্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন খেলার এবং বিনোদন জগতের একাধিক তারকা। বেকহ্যামের সাবেক সতীর্থ সের্হিও বুসকেটস, জর্দি আলবা ও লুইস সুয়ারেস ছিলেন সেখানে, তাছাড়া গায়ক মার্ক অ্যান্থনি, ভিক্টোরিয়া বেকহ্যাম এবং শাকিল ও’নিলও এই উৎসবে অংশ নিয়েছেন।
বেকহ্যাম তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই পার্টির কিছু ছবি শেয়ার করে লিখেছেন, “মায়ামিতে এক বিশেষ রাত উদযাপন শুরু করলাম, এবং অসাধারণ বন্ধু ও পরিবারকে পেয়ে আমি খুব সৌভাগ্যবান।”