বাবর আজমের ঈদ পোশাক নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়

বাবর আজমের ঈদ পোশাক নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়

ঈদুল ফিতরের দিন পাকিস্তানের ক্রিকেট অধিনায়ক বাবর আজমের পাঞ্জাবি পরা ছবি শেয়ার করা মাত্রই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হয়েছেন তিনি। ভিন্নধর্মী ডিজাইনের পোশাক পরায় অনেকেই তার ড্রেস সেন্স নিয়ে কটাক্ষ করেছেন।

সাধারণত ঈদে ছেলেরা ঐতিহ্যবাহী পাঞ্জাবি পরে থাকলেও বাবরের পরিধেয় পোশাকটি কিছুটা ব্যতিক্রম ছিল, যা অনেকের চোখে সালোয়ার কামিজের সঙ্গে মিল পেয়েছে। এক ব্যক্তি লিখেছেন, “এত স্টাইলের মধ্যে এমন ডিজাইনই পেলেন?” কেউ আবার মজার ছলে প্রশ্ন করেছেন, “দুপাট্টা কোথায়?”

এদিকে, তার সাম্প্রতিক পারফরম্যান্স নিয়েও বিদ্রূপ করছেন অনেকে। এক ব্যবহারকারী লিখেছেন, “ড্রেসিং সেন্সের মতো ব্যাটিং সেন্সও বদলানোর দরকার!” অনেকে আবার বাবরের ডিজাইনার পরিবর্তনের পরামর্শ দিয়েছেন।

তবে, ক্রিকেট মাঠে ফিরেই বাবর আজম ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৭৮ রানের ইনিংস খেলেন। যদিও পাকিস্তান দল সেই ম্যাচে জয় পায়নি, তবে বাবর তার পারফরম্যান্স দিয়ে সমালোচকদের জবাব দেওয়ার সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ