বলিউডের তারকারা শুধু কঠোর পরিশ্রমই করেন না, সাফল্যের জন্য ভাগ্যকেও গুরুত্ব দেন। অনেকেই জীবনের গুরুত্বপূর্ণ সময়ে জ্যোতিষীর পরামর্শ নেন, শুভ-অশুভ সময়ে বিশ্বাস করেন, এমনকি রত্নপাথর ও পূজার মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করেন।
বলিউড সুপারস্টার সালমান খান সিনেমা মুক্তির তারিখ নির্ধারণ থেকে শুরু করে ব্যক্তিগত নানা বিষয়ে জ্যোতিষীর পরামর্শ নেন। তার পুরো পরিবারই ভাগ্য গণনায় বিশ্বাসী।
অমিতাভ বচ্চনও তার জীবনের নানা সংকটে জ্যোতিষীদের পরামর্শ নিয়েছেন। তিনি মনে করেন, গ্রহ-নক্ষত্র মানুষের জীবনে বড় ভূমিকা রাখে।
প্রযোজক ও পরিচালক একতা কাপুর এতটাই জ্যোতিষনির্ভর যে, একসময় তার সব ধারাবাহিকের নাম ‘ক’ অক্ষর দিয়ে শুরু করতেন। তার মতে, এই অক্ষর তার জন্য সৌভাগ্য বয়ে আনে।
ঠোঁটকাটা ব্যক্তিত্ব কঙ্গনা রানাউতও জ্যোতিষে গভীর বিশ্বাসী। তিনি বলেছেন, তার জীবনের সাফল্যের পেছনে অর্ধেক কৃতিত্ব জ্যোতিষীদের।
শিল্পা শেঠি মনে করেন, জীবনে সুখ ও শান্তি বজায় রাখতে জ্যোতিষের ভূমিকা রয়েছে। তাই তিনি নিয়মিত জ্যোতিষীদের পরামর্শ নেন।
রণবীর কাপুর যদিও প্রকাশ্যে জ্যোতিষ নিয়ে কথা বলেন না, তবে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি জ্যোতিষবিদের পরামর্শ অনুসরণ করেন।
এইসব ঘটনা থেকে স্পষ্ট যে, বলিউড তারকারা কেবল প্রতিভা ও পরিশ্রমেই বিশ্বাস করেন না, ভাগ্যের সহায়তাও চান।