টাটকা সবজির ঝুলি নিয়ে ফেসবুকে হাজির জয়া

টাটকা সবজির ঝুলি নিয়ে ফেসবুকে হাজির জয়া

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফেসবুকে নিজের ছাদবাগানের টাটকা সবজির ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা গেছে, দুই ধরনের কুমড়া, লাউ ও পাকা মরিচ।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) ফেসবুকে পোস্ট দিয়ে জয়া লেখেন, “বাগান থেকে টাটকা সবজি সংগ্রহ করলাম।” তার এই পোস্টে ভক্তদের উচ্ছ্বাস দেখা গেছে। অনেকে তার ছাদবাগানের প্রশংসা করেছেন এবং জানতে চেয়েছেন, তিনি কীভাবে এই সবজিগুলো চাষ করেন।

অন্যদিকে, সম্প্রতি জয়া আহসান ভারতের পশ্চিমবঙ্গে ‘জয় ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস ওয়েস্ট বেঙ্গল ২০২৫’-এ ‘ট্র্যাডিশনাল কুইন অব দি ইয়ার’ পুরস্কার পেয়েছেন।

পুরস্কার জয়ের পর তিনি লিখেছেন, “এই স্বীকৃতি পেয়ে আমি ভীষণ খুশি। ফিল্মফেয়ার সবসময় আমাকে বিশেষ অনুভূতি দিয়েছে, এটি আমার দীর্ঘ যাত্রায় একটি নতুন সংযোজন হয়ে থাকবে।”

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনে বিভিন্ন সৃজনশীল কাজের জন্যও জয়া আহসান ভক্তদের অনুপ্রেরণা হয়ে উঠেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ