জামালপুর প্রতিনিধি:
“লাগাও রশি মারো টান, ধর্ষক হবে খান খান” এই শ্লোগানে দেশব্যাপী ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে জামালপুরের ইসলামপুরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে সচেতন ছাত্র জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে থানা গেইটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ছাত্র আরিফুল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র নাবিল খান, শিক্ষক প্রতিনিধি হামিদুর রহমান, সাখাওয়াত হোসেন জনি ও সুশীল সমাজের আব্দুস সামাদসহ অনেকেই বক্তব্য রাখেন।
এসময় বক্তারা সম্প্রতি ইসলামপুরে এক প্রতিবন্ধী মেয়েকে অপহরণ ও গণধর্ষনের বিচার, আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। এছাড়াও দেশব্যাপী ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।