বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনে সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। উৎসবকেন্দ্রিক নিরাপত্তা পরিকল্পনা, সাইবার অপরাধ দমন, জনসমাগম নিয়ন্ত্রণ এবং অপপ্রচারের বিরুদ্ধে কঠোর মনিটরিংয়ের ঘোষণা দিয়েছেন র্যাবের মহাপরিচালক এম খ ম শহিদুর রহমান।
রোববার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর ঐতিহাসিক রমনা বটমূল প্রাঙ্গণে গণমাধ্যমের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি বলেন, “বাংলা নববর্ষ বাঙালির আত্মপরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। এই ঐতিহ্যবাহী উৎসব নির্বিঘ্নে পালনে র্যাব বদ্ধপরিকর। তাই এবার নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে, যা সর্বস্তরের জননিরাপত্তাকে অগ্রাধিকার দিচ্ছে।”
তিনি বলেন, “রমনা, চারুকলা, হাতিরঝিল, ধানমণ্ডি লেকসহ উৎসবমুখর এলাকাগুলোতে বোম্ব ডিসপোজাল স্কোয়াড, ডগ স্কোয়াড, মোবাইল টহল এবং স্পেশাল রেসপন্স টিম মোতায়েন রয়েছে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক ড্রোন এবং সিসিটিভি ক্যামেরা দিয়ে মনিটরিং চলছে। প্রতিটি প্রবেশ ও প্রস্থান পথ নজরদারিতে রাখা হয়েছে।”
শহিদুর রহমান বলেন, “নারী ও শিশুর নিরাপত্তা আমাদের অগ্রাধিকার। উৎসবস্থলে সাদা পোশাকে সদস্যদের পাশাপাশি ‘ভিকটিম সাপোর্ট টিম’ কাজ করছে। ইভটিজিং, চুরি-ছিনতাইসহ যেকোনো অপরাধ রোধে আমরা প্রস্তুত।”
নববর্ষকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর পোস্ট, গুজব ও অপপ্রচার প্রতিরোধে র্যাবের সাইবার মনিটরিং ইউনিট অত্যন্ত সক্রিয় রয়েছে বলেও জানান তিনি। “আমরা নজর রাখছি—ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামসহ সব প্ল্যাটফর্মে। কাউকে গুজব ছড়াতে দেখা গেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ সময় তিনি চারুকলা প্রাঙ্গণে ঘটে যাওয়া মুখোশ পোড়ানোর ঘটনা নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। বলেন, “এটি দুঃখজনক ঘটনা। আমরা খতিয়ে দেখছি এই ঘটনার পেছনে কারা ছিল। নিরাপত্তার কোথাও কোনো দুর্বলতা ছিল কি না, তাও যাচাই করা হচ্ছে। গাফিলতির প্রমাণ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”
র্যাব মহাপরিচালক বলেন, “আমরা চাই একটি প্রাণবন্ত, আনন্দঘন, নির্বিঘ্ন নববর্ষ। প্রতিটি নাগরিক যেন পরিবারের সঙ্গে এই উৎসবে আনন্দ ভাগ করে নিতে পারেন, সেটাই আমাদের উদ্দেশ্য। কোনো উসকানি, গুজব বা ষড়যন্ত্র এ পরিবেশ নষ্ট করতে পারবে না।”
তিনি সকল নাগরিককে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, “নতুন বছর হোক নিরাপত্তা, শান্তি এবং সৌহার্দ্যের প্রতীক। র্যাব জনগণের পাশে থেকে নিরাপত্তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”