নিউটাউনের রোজডেল গার্ডেনে জমজমাট রাজনীতি, কলকাতায় আ.লীগের ‘দলীয় ঘাঁটি’

নিউটাউনের রোজডেল গার্ডেনে জমজমাট রাজনীতি, কলকাতায় আ.লীগের ‘দলীয় ঘাঁটি’

বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাদের আশ্রয়ের কেন্দ্র হয়ে উঠেছে ভারতের কলকাতা। বিশেষ করে নিউটাউনের ‘রোজডেল গার্ডেন’ আবাসন প্রকল্প কার্যত পরিণত হয়েছে দলের ‘আন্ডারগ্রাউন্ড হেডকোয়ার্টারে’। এখান থেকেই পরিকল্পনা করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে প্রচারণা এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার নানান কৌশল।

বিশেষ সূত্র জানায়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এখানে দুটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন—একটিতে পরিবারের সঙ্গে বসবাস এবং আরেকটিতে প্রতিদিন বিকেলে শুরু হয় আওয়ামী লীগের প্রবাসী নেতাদের বৈঠক। এসব বৈঠকে যোগ দেন দলটির সাবেক সংসদ-সদস্য, মন্ত্রী, সংগঠনের নেতৃবৃন্দ। তারা মোবাইল অ্যাপসের মাধ্যমে নিয়মিত যোগাযোগে রয়েছেন এবং নানান নির্দেশনা দিচ্ছেন দেশের ভেতরে থাকা দলের অনুগতদের।

ওবায়দুল কাদের, নানক, হানিফ, নাছিম, কামাল হোসেন, অপু উকিলসহ অনেকেই কলকাতার বিভিন্ন অভিজাত এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন। কেউ কেউ স্ত্রী-সন্তান নিয়ে সেখানে ঘুরে বেড়াচ্ছেন, সামাজিক অনুষ্ঠানেও অংশ নিচ্ছেন। কেউ আবার সন্তানদের স্কুল-কলেজে ভর্তি করিয়েছেন। অর্থাৎ রাজনৈতিক আশ্রয় নয়, তারা কার্যত নতুন জীবন শুরু করেছেন সেখানেই।

দলীয় সূত্র মতে, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের অনেকেই ভারতে স্থায়ী কিংবা অস্থায়ীভাবে অবস্থান করছেন। তাদের মধ্যে অনেকের সন্তানরাও ভারতের শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত। কিছু নেত্রী ও পরিবারের সদস্যরা ভারতের পর্যটন শহরগুলোতে ভ্রমণ করেও এসেছেন। সর্বশেষ ঈদ উপলক্ষেও একসঙ্গে ঈদ উদযাপন করেন কয়েকজন নেতা-নেত্রী কলকাতায়।

শুধু সামাজিক জীবন নয়, কলকাতার বিভিন্ন এলাকায় বিভক্তভাবে অবস্থান করা আওয়ামী নেতারা কাজ করে যাচ্ছেন একটি নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে—বাংলাদেশে পুনরায় ক্ষমতায় ফেরা কিংবা অন্তত বর্তমান সরকারের কর্মকাণ্ড ব্যর্থ করা। এতে সহায়তা দিচ্ছে ভারতের একটি প্রভাবশালী মহল, যাদের প্রশ্রয়ে এসব রাজনৈতিক নির্বাসিতরা স্বাচ্ছন্দ্যে দিন কাটাচ্ছেন।

জানা যায়, দীর্ঘ মেয়াদে এই পরিকল্পনার অংশ হিসেবে এসব নেতারা স্থানীয় মাদক ব্যবসায়ী, স্বর্ণ চোরাকারবারি, সন্ত্রাসী গোষ্ঠী ও অবৈধ অস্ত্রচক্রের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। একই সঙ্গে রোহিঙ্গা ক্যাম্প ও পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে অশান্তি সৃষ্টির দিকেও তাদের নজর রয়েছে।

এটি আর কেবল রাজনৈতিক নির্বাসন নয়—এ এক সমন্বিত ষড়যন্ত্র। ইতিহাসের শুরুর রোজ গার্ডেন ছিল দলটির জন্মস্থান, আর এখন রোজডেল গার্ডেন তার টিকে থাকার যুদ্ধের ঘাঁটি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ