মার্চ ফর গাজা: সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের ঢল

গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আজ অনুষ্ঠিত হচ্ছে দেশের অন্যতম বড় গণজমায়েত ‘মার্চ ফর গাজা’। সকাল থেকেই ঢাকার রাজপথে নেমেছে বিশাল জনস্রোত। রাজধানীর কেন্দ্রীয় অংশ কার্যত পরিণত হয়েছে মানবসমুদ্রে।

ছোট-বড় অসংখ্য মিছিল এসে জড়ো হয়েছে সমাবেশস্থলে। শিক্ষার্থী, শ্রমিক, আলেম-ওলামা, সাধারণ মানুষ—সবার হাতে ফিলিস্তিন ও বাংলাদেশের পতাকা। “ফ্রি প্যালেস্টাইন”, “স্টপ জেনোসাইড ইন গাজা”, “ইসরায়েল ইজ টেররিস্ট” সহ নানা স্লোগানে মুখর হয়ে উঠেছে মাঠ।

এটা শুধু প্রতিবাদের কর্মসূচি নয়, বরং মানবতার পক্ষে এক ঐতিহাসিক অবস্থান—বলছেন আয়োজকরা। তারা জানান, গাজায় হাজার হাজার মানুষের মৃত্যুর পরিপ্রেক্ষিতে এমন জনসমাগম প্রমাণ করে, বাংলাদেশের জনগণ বরাবরই নিপীড়িতের পক্ষে।

সোহরাওয়ার্দী উদ্যানের অর্ধেকের বেশি অংশ ইতোমধ্যেই পূর্ণ হয়ে গেছে। এখনো মানুষ আসতে থাকায় আশপাশের সড়কগুলোতেও অবস্থান নিচ্ছে অনেকে।

‘মার্চ ফর গাজা’ কর্মসূচি বিকেল ৩টা থেকে শুরু হয়ে চলবে মাগরিব পর্যন্ত। থাকবে আন্তর্জাতিক সংহতির বার্তা, ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া এবং একাত্মতা প্রকাশে নানা বক্তব্য।

রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে রাখা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, র‍্যাবের যৌথ টহল জোরদার করা হয়েছে মাঠ ও আশপাশের এলাকায়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কোনো একক রাজনৈতিক দলের আয়োজন নয়; বরং এটি একটি সর্বজনীন মানবিক কর্মসূচি। অংশ নিয়েছে নানা মতের ও শ্রেণির মানুষ।

বিশ্বব্যাপী ফিলিস্তিনের প্রতি জনমত গড়ে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ