ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের আনন্দ শোভাযাত্রার অংশ হিসেবে তৈরি করা শেখ হাসিনার ফ্যাসিস্ট মোটিফ পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার ভোর ৪:৩০ থেকে ৫টার মধ্যে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রফিকুল ইসলাম জানান, ঘটনাটি ঘটার সময় পুলিশ উপস্থিত ছিল, তবে প্রক্টরিয়াল মোবাইল টিম নামাজ পড়তে বের হয়ে গিয়েছিল। কিছু সময় পরেই মোটিফের জায়গায় আগুন দেখতে পাওয়া যায়।
তবে আগুন নিভানোর পরে দেখা যায়, পুরো মোটিফটি পুড়ে গেছে। এ ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা সিসিটিভি ফুটেজ দেখছেন, যাতে ঘটনার পূর্ণ বিবরণ পাওয়া যায়।