রাজধানীতে ‘মার্চ ফর গাজা’ আজ

রাজধানীতে ‘মার্চ ফর গাজা’ আজ

আজ শনিবার বিকেলে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মার্চ ফর গাজা’। এই কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে অংশগ্রহণকারীরা মিছিল আকারে উদ্যানের দিকে যাত্রা করবেন।

মার্চটি শুরু হবে দুপুর ২টায় পাঁচটি নির্ধারিত পয়েন্ট থেকে এবং এক ঘণ্টার মধ্যে সবাই উদ্যানের ভেতরে মূল গণজমায়েতে অংশ নেবেন। এই পাঁচটি পয়েন্ট হলো—বাংলামোটর, কাকরাইল মোড়, জিরো পয়েন্ট, বকশিবাজার মোড় ও নীলক্ষেত মোড়। প্রত্যেকটি স্থান থেকে অংশগ্রহণকারীরা সুনির্দিষ্ট প্রবেশপথ দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করবেন।

নিরাপত্তা ও ব্যবস্থাপনার কথা মাথায় রেখে আয়োজকরা দিকনির্দেশনাও দিয়েছেন। অংশগ্রহণকারীদের অনুরোধ করা হয়েছে ব্যক্তিগত প্রয়োজনীয় জিনিস যেমন পানি, ছাতা, মাস্ক সঙ্গে রাখার জন্য। পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও যে কোনো পরিস্থিতিতে শৃঙ্খলা বজায় রাখার প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

এছাড়া অংশগ্রহণকারীদের প্রতি অনুরোধ, রাজনৈতিক প্রতীক ব্যবহার না করে কেবল বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহন করুন এবং সৃজনশীল ও অর্থবহ প্ল্যাকার্ডের মাধ্যমে সংহতি প্রকাশ করুন। দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে সর্তক থাকতে বলা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

গণজমায়েতকে কেন্দ্র করে নগরজুড়ে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। জানানো হয়েছে, শাহবাগের টিএসসি মেট্রো স্টেশন কর্মসূচির সময় বন্ধ থাকবে, তবে পরীক্ষার্থীদের চলাচলের জন্য রাস্তাগুলো উন্মুক্ত রাখা হবে। স্বেচ্ছাসেবকেরা পরীক্ষার্থীদের সহায়তায় প্রস্তুত থাকবে।

এই কর্মসূচির প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত মার্চ করার কথা ছিল। তবে পরিস্থিতি বিবেচনায় তা পরিবর্তন করে এখন শুধু সোহরাওয়ার্দী উদ্যানেই গণজমায়েত সীমাবদ্ধ রাখা হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই ‘মার্চ ফর গাজা’ বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ মানবিক প্রতিবাদে রূপ নিতে পারে। ধর্ম-বর্ণ-দলমত নির্বিশেষে লাখো মানুষের পদচারণে গর্জে উঠবে ঢাকার রাজপথ—একটি গণহত্যার বিরুদ্ধে ন্যায়বিচারের সপক্ষে মানুষের শক্তিশালী উচ্চারণ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ